Connect with us
ক্রিকেট

বিগ ব্যাশে রিশাদের বড় চমক

Rishad Hossain
রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

বিগ ব্যাশের আগের আসরে দল পেলেও খেলা হয়নি রিশাদ হোসেনের। এবারের আসরেও দল পেয়েছেন বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার, গতবারের দল হোবার্ট হারিকেন্স আবারও দলে ভিড়িয়েছে এই স্পিন অলরাউন্ডারকে।  

দলে নিয়মিত সুযোগ পেয়ে ভলো ইকোনোমিতে বল করলেও কাঙ্খিত উইকেটের দেখা পাননি রিশাদ। প্রথম তিন ম্যাচে পেয়েছেন মাত্র ৩ উইকেট। তবে, আজ আর হতাশ হতে হয়নি রিশাদকে। পার্থ স্কোর্চার্সের বিপক্ষে এই টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করেছেন রিশাদ।

পাওয়ার-প্লে তে এক ওভার বল করে ৯ রান দেন রিশাদ। পঞ্চম ওভারের চতুর্থ বলে হজম করেন ছক্কা। সপ্তম ওভারের দ্বিতীয় বলে কুপার কনোলিকে ক্রিস জর্ডানের ক্যাচ বানান রিশাদ।



নিজের শেষ দুই ওভারে আরও দুটি উইকেট নেন রিশাদ। দশম ওভারের দ্বিতীয় বলে মাইকেল ওয়েনের ক্যাচ হন অ্যারন হার্ডি। আর নিজের শেষ ও দলীয় ১৬তম ওভারের দ্বিতীয় বলে লরি ইভান্সের কাছে ছক্কা হজম করেন। পরের বলে তাকে ম্যাকডারমটের গ্লাভসে ধরা পড়ে ফেরেন ইভান্স।

পার্থ স্কোর্চার্সের বিপক্ষে ব্যক্তিগত ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েচেন রিশাদ। সিডনি থান্ডারের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো উইকেট পাননি তিনি। পরের ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে দুটি উইকেট, আর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে তৃতীয় খেলায় নেন ১ উইকেট। চার ম্যাচে ৭.৫০ ইকোনমি রেটে রিশাদের শিকার ৬ উইকেট।

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট