Connect with us
ক্রিকেট

বিপিএল নয় বিগ ব্যাশে খেলবেন রিশাদ, পেলেন বিসিবির এনওসি

Rishad hossain
রিশাদ হোসেন । ছবি- সংগৃহীত

এ বছর একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং বিগ ব্যাশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন বিপিএল না খেলে বিগ ব্যাশে এ খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছিলেন বিসিবিতে। ক্যারিয়ারের উন্নতির জন্য রিশাদ এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার আবেদনের প্রেক্ষিতে বিগ ব্যাশের পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

বিগ ব্যাশের গত আসরেও ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বিগ ব্যাশ চলাকালীন জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং বিপিএল থাকায় বিগ ব্যাশে খেলার অনুমতি পাননি এই তরুণ লেগ স্পিনার। তাই বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স চ্যাম্পিয়ন হলেও খেলা হয়নি রিশাদের।

তবে এ আসরেও রিশাদের ওপর ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। দলের হেড অব স্ট্রাটেজির দায়িত্বে থাকা সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং এর পরামর্শেই তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।



গতবারের মতো এবারও বিগ ব্যাশ ও বিপিএল একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বিগ ব্যাশের পুরো মৌসুমে রিশাদের খেলা নিয়ে তৈরি ছিল ধোঁয়াশা।

তবে বিসিবি থেকে এনওসি পাওয়ায় রিশাদের বিগ ব্যাশ খেলা নিয়ে শঙ্কা দূর হলো। আগামী ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২১ জানুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে এবারে বিগ ব্যাশের আসর।

ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট