
চলতি পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছেন রিশাদ হোসেন। প্রথম দুই ম্যাচে ৬ উইকেট শিকারের পর এবার মুলতান সুলতানসের বিপক্ষে বল হাতে ২ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। তবে আজ কিছুটা খরুচে ছিলেন এই তরুণ লেগি।
মঙ্গলবার (২২ এপ্রিল) মুলতানে টস জিতে লাহোরকে ফিল্ডিংয়ে পাঠায় মুলতান সুলতানস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে মুলতান।
বোলারদের হতাশার দিনে লাহোরের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। তবে বেশ খরুচে ছিলেন তিনি। ৪ ওভারে ১১.২৫ গড়ে ৪৫ রান দিয়েছেন এই স্পিনার।
আরও পড়ুন:
» চলতি মাসেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন
» থাইল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ
এদিন রিশাদ তার কোটার প্রথম দুই ওভারে উইকেটশূন্য ছিলেন। নিজের তৃতীয় ওভারে এসে প্রথম উইকেটের দেখা পান তিনি। ইয়াসির খান ও উসমান খানের জুটিতে মুলতান যখন বড় লক্ষ্যের দিকে এগোচ্ছিল, তখন উসমানকে ফিরিয়ে এই বিপজ্জনক জুটি ভাঙেন রিশাদ। প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ বলে ৩৯ রান করেন এই ব্যাটার।
রিশাদের দ্বিতীয় শিকার অ্যাশটন টার্নার। নিজের শেষ ওভারে টার্নারকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান এই স্পিনার। ৮ বলে ১৫ রানের ক্যামিও খেলে ফেরেন টার্নার। এছাড়া লাহোরের হয়ে ১টি করে উইকেট নেন শাহীন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা।
এদিকে মুলতানসের হয়ে ৪৪ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইয়াসির খান। এছাড়া ইফতিখার আহমেদ ১৮ বলে ৪০ এবং মোহাম্মদ রিজওয়ান ১৭ বলে ৩২ রান করেন।
এর আগে ৩ ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে লাহোর। আসরের তৃতীয় জয় তুলে নিতে দলটিতে ২২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে হবে।
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৫/বিটি
