Connect with us
ক্রিকেট

মেলবোর্নের বিপক্ষে রিশাদের ২ উইকেট, তবুও হারল হোবার্ট

Rishad takes two wickets against Melbourne, but Hobart still lose.
বিগ ব্যাশে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ২ উইকেট শিকার করেন রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অভিষেক হয়েছে লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের। হোবার্ট হারিকেন্সের জার্সিতে জার্সিতে তার অভিষেকটা ঠিকঠাকই ছিল। বল হাতে কোনো উইকেট না পেলেও ছিলেন বেশ ইকোনমিক্যাল। তবে দ্বিতীয় ম্যাচে এসেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। কিন্তু হেরেছে তার দল। 

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেলবোর্ন স্টার্সের বিপক্ষে আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে হোবার্ট হারিকেন্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে হোবার্ট। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন।

এদিন মেলবোর্ন ইনিংসের দুটি উইকেটই শিকার করেছেন রিশাদ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল মেলবোর্ন। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসে হোবার্টকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রিশাদ। ওভারের তৃতীয় বলে রিশাদকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন দারুণ খেলতে থাকা থমাস রজারস। তাতে ৪৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি৷ ১৮ বলে ৬ চারের মারে ৩০ রান করে সাজঘরে ফেরেন রজারস।



এরপর অষ্টম ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে এসে দ্বিতীয় উইকেটের দেখা পান রিশাদ। আরেক ওপেনার জো ক্লার্ক রিশাদের বল সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। ২০ বলে ২০ রানে ফেরেন ক্লার্ক। ৫৮ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে মেলবোর্ন।

দশম ওভারে তৃতীয়বার বোলিংয়ে আসেন রিশাদ। তবে এবার বল হাতে ভালো করতে পারেননি। ১৯ রান দিয়ে শেষ হয় তার তৃতীয় ওভার। পরবর্তীতে আর বোলিংয়ে আনা হয়নি তাকে। সবমিলিয়ে ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এই লেগি।

পরবর্তীতে হোবার্টের অন্যান্য বোলাররাও বল হাতে কোনো সাফল্য পাননি। মার্কাস স্টয়নিস ও ক্যাম্পবেল কেল্লাওয়ের ৫১ বলে ১০১ রানের অপরাজিত জুটিতে ২৪ বলে বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন। স্টয়নিস ৩১ বলে ৭১ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে কেল্লাওয়ে ২৭ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে হোবার্টের হয়ে সর্বোচ্চ ৫২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেন বেন ম্যাকডেরমট। টিম ডেভিডের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩১ রান। শেষদিকে অল্প সময়ের জন্য ব্যাট করার সুযোগ পেয়েছিলেন রিশাদ। ৩ বলে ১ চারের মারে ৫ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার।

মেলবোর্নের হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন পিটার সিডল। পাকিস্তানের পেসার হ্যারিস রউফ শিকার করেন ২টি উইকেট। এছাড়া স্টয়নিস ২টি এবং গ্লেন ম্যাক্সওয়েল ও টম কারান একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর :

হোবার্ট হারিকেন্স : ১৫৮/৯ (২০ ওভার)

মেলবোর্ন স্টার্স : ১৫৯/২ (১৬ ওভার)

ফলাফল : মেলবোর্ন স্টার্স ৮ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট