Connect with us
ক্রিকেট

রিশাদের ৩ উইকেট, ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে লাহোর

Rishad takes 3 wickets, Lahore beats Islamabad to reach final
ইসলামাবাদকে হারিয়ে পিএসএলের ফাইনালে লাহোর। ছবি- পিসিবি

ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে পিএসএলের ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। এ নিয়ে চতুর্থবারের মতো আসরটির ফাইনালে উঠেছে শাহিন শাহ আফ্রিদির দল। ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হবে টানা দুই আসরের চ্যাম্পিয়নরা।

শুক্রবার (২২ মে) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লাহোর। গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে ইসলামাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ১০৭ রানের বেশি করতে পারেনি ইসলামাবাদ।

এদিন রানতাড়ায় নেমে শাহিন-সালমান মির্জাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইসলামাবাদ। পাওয়ার-প্লেতে শাহিন আফ্রিদি ও সালমান মির্জা মিলে প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নেন। দলীয় ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর আগা সালমান ও শাদাব খানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইসলামাবাদ।

আরও পড়ুন :

» লাল-সবুজের জার্সিতে আর দেখা যাবে না তাকে, যে বার্তা দিলেন সতীর্থরা

» বাংলাদেশের সঙ্গে খেলেই ১৭ বছরের অধ্যায় শেষ করবেন ম্যাথিউস

দলীয় ৭২ রানের মাথায় সালমানকে ফিরিয়ে ৩৯ রানের জুটি ভাঙেন রিশাদ হোসেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইসলামাবাদ। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ১০৭ রানেই গুটিয়ে যায় তারা।

ইসলামাদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন আগা সালমান। এছাড়া ২৬ রান আসে শাদাব খানের ব্যাট থেকে। বাকি কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেননি। লাহোরের হয়ে সমান তিনটি করে উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি, সালমান মির্জা ও রিশাদ হোসেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কুশল পেরেরা ৬১, মোহাম্মদ নাঈম ৫০, আবদুল্লাহ শফিক ২৫, ভানুকা রাজাপাকসে ২২ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ভর করে ২০২ রানের পুঁজি পায় লাহোর। ইসলামাবাদের হয়ে তাইমল মিলস ৩টি, সালমান ইরশাদ ২টি, এবং ইমাদ ওয়াসিম ও জিমি নিশাম একটি করে উইকেট নেন।

আগামী রোববার (২৫ মে) পিএসএলের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হবে লাহোর। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

সংক্ষিপ্ত স্কোর :

লাহোর কালান্দার্স: ২০২/৮ (২০ ওভার)
ইসলামাবাদ ইউনাইটেড: ১০৭/১০ (১৫.১ ওভার)
ফলাফল: লাহোর কালান্দার্স ৯৫ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট