বিগ ব্যাশ লিগে বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস লিখলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। অভিষেক আসরেই তিনি ছাড়িয়ে গেছেন আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। সাকিবকে ছাড়িয়ে টুর্নামেন্টে বাংলাদেশি বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন রিশাদের দখলে।
অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করেছিলেন সাকিব। দুই মৌসুমে দুটি দলের হয়ে খেলেছিলেন ছয় ম্যাচ, নিয়েছিলেন নয় উইকেট। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন লেগস্পিনার রিশাদ। যিনি প্রথম বিগ ব্যাশেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন নিয়মিত পারফরম্যান্স দিয়ে।
শুক্রবার বেলেরাইভ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামে হোবার্ট হারিকেন্স। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৮ রান তোলে স্বাগতিকরা। রিশাদের ব্যাটিংয়ের প্রয়োজন না হলেও বল হাতে ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে ১৪১ রানেই অলআউট হয়ে যায় স্ট্রাইকার্স। ফলে ৩৭ রানের জয় পায় হোবার্ট।
আগের দুই ম্যাচে উইকেট না পেলেও এই ম্যাচে ছন্দে ফেরেন রিশাদ। চলতি আসরে এখন পর্যন্ত আট ম্যাচে তার শিকার ১১ উইকেট। এর মধ্য দিয়েই সাকিবের নয় উইকেটের রেকর্ড পেছনে ফেলেছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই নিয়মিত হোবার্টের একাদশেও জায়গা পাচ্ছেন তিনি।
চলতি বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেটও এখন রিশাদের। অ্যাডিলেডের লয়েড পোপের সঙ্গেও তার উইকেটসংখ্যা সমান। যদিও অভিষেক ম্যাচসহ তিন ম্যাচে উইকেটশূন্য ছিলেন রিশাদ। তবে বাকি ম্যাচগুলোতে নিয়মিত ব্রেকথ্রু এনে দিয়েছেন দলকে। দুই ম্যাচে তিনটি করে এবং দুই ম্যাচে দুটি করে উইকেট নিয়ে উঠে এসেছেন শীর্ষ বোলারদের তালিকায়।
মোট উইকেটসংগ্রাহকদের তালিকায় রিশাদের অবস্থান এখন ষষ্ঠ। তার সমান ১১ উইকেট রয়েছে ইংলিশ পেসার জেমি ওভারটনেরও। শীর্ষে আছেন জ্যাক এডওয়ার্ডস ও গুরিন্দর সান্ধু, দুজনেরই উইকেট ১৪টি। এছাড়া পিটার সিডল ও হারিস রউফ নিয়েছেন ১৩টি করে, আর নাথান এলিসের ঝুলিতে ১২ উইকেট।
এদিকে, এলিস ও রিশাদ দুজনেই খেলছেন হোবার্ট হারিকেন্সের হয়ে। তাদের ধারাবাহিক পারফরম্যান্সেই ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।
ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৬/টিএ
