Connect with us
ক্রিকেট

বিগ ব্যাশ অভিষেকে রিশাদের দারুণ বোলিং, জয় পেল দলও

Rishad shines with the ball on his Big Bash debut as his team also secure victory.
রিশাদের অভিষেক ম্যাচ জয়ে রাঙিয়েছে হোবার্ট হারিকেন্স। ছবি- হোবার্ট হারিকেন্স

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের তালিকাটা ছিল খুবই ছোট। এতদিন এই তালিকায় শুধু সাকিব আল হাসানের নাম ছিল। এবার তালিকায় যুক্ত হলো আরেকটি নতুন নাম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিবিএলে অভিষেক হয়েছে বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিডনি থান্ডারের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলতে নামে হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে হোবার্ট হারিকেন্সের হয়ে বিবিএলে অভিষেক হয়েছে রিশাদের। অভিষেক ম্যাচে কোনো উইকেটের দেখা না পেলেও বল হাতে ছিলেন বেশ ইকোনমিক্যাল। তার দলও আসর শুরু করেছে দারুণ এক জয় দিয়ে।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিডনি থান্ডার। এদিন বল হাতে পুরো স্পেল শেষ করতে পারেননি রিশাদ। তাকে দিয়ে ৩ ওভার বোলিং করিয়েছেন অধিনায়ক নাথান এলিস।



সিডনির ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে আসেন রিশাদ। এই ওভারে ৬ রান খরচ করেন তিনি। এরপর সপ্তম ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে এসে আরও দুর্দান্ত করেন তিনি। দ্বিতীয় ওভারে খরচ করেন কেবল ৪ রান। ১৩তম ওভারে তৃতীয় ওভার করে ৮ রান দেন। সবমিলিয়ে ৩ ওভারে ৬ ইকোনমিতে খরচ করেন ১৯ রান।

হোবার্টের হয়ে বিলি স্টানলেক ৩টি ও ক্রিস জর্ডান দুটি করে উইকেট নেন। অন্যদিকে সিডনির হয়ে ব্যাট হাতে ৪৪ বলে ৬১ রান করে ক্যামেরন বেনক্রফট। এছাড়া শাদাব খান ৩৪, স্যাম কনস্টাস ২৮ এবং ড্যানিয়েল সামস ২৩ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় হোবার্ট। হোবার্টের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন নিখিল চৌধুরি। এছাড়া বেন ম্যাকডরমেন্ট ৩৮, মিচেল ওউন ৩২, ম্যাথিউ ওয়েড ২৫ এবং ক্রিস জর্ডান ১৬ রান করেন। সিডনির হয়ে দুটি উইকেট নেন পাকিস্তানি স্পিনার শাদাব খান।

আগামী (বৃহস্পতিবার) ১৮ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টার্সের মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট