Connect with us
ক্রিকেট

পাকিস্তানে কেমন ছিল শেষ কয়েকদিন, জানালেন রিশাদ

Rishad
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

দেশে ফিরেছেন পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। আজ শনিবার (১০ মে) বিকেলে ঢাকায় পা রাখেন এই দুই ক্রিকেটার।

পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছিলেন নাহিদ ও রিশাদ। তবে ভারত-পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার কারণে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। তাদেরকে নিরাপদের দেশে ফেরানোর জন্য চেষ্টা চালায় বিসিবিও।

অবশেষে গতকাল (৯ মে) রাতে নিরাপদে পাকিস্তান ছাড়েন রিশাদরা। এক বিশেষ ফ্লাইটে পাকিস্তান থেকে দুবাই পৌঁছান তারা। আরব আমিরাতে পিএসএলের বাকি অংশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে গতকাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটি। তাই দুবাইয়ে অবস্থান না করে আজই দেশে ফিরেছেন নাহিদ-রিশাদরা।

আরও পড়ুন:

» নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের ইনিংস নিয়ে যা বললেন নাসুম

» পাকিস্তান-আরব আমিরাত সফরের সবশেষ খবর জানাল বিসিবি 

দেশের ফিরে পাকিস্তানে গত কয়েকদিনের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন রিশাদ। তিনি বলেন, ‘প্রথম যে পরিস্থিতি দেখেছি, শুনতে পেয়েছি, এরপর একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই। আমাদের মনে ভয় কাজ করছিল। দেশ থেকে সবাই সাপোর্ট করছিল। টিম ম্যানেজমেন্ট, বিসিবি থেকেও অনেক খোঁজ-খবর নিয়েছে। সবাই চেষ্টা করেছে ভালো রাখার জন্য, পজিটিভ কথা বলার জন্য, যাতে আমরা টেনশন না করি।’

গত কয়েকদিন রাওয়ালপিন্ডিতে একসঙ্গেই ছিলেন নাহিদ ও রিশাদ। তবে নাহিদ ভয় পেয়ে যায় এবং ভয়ে চুপচাপ ছিলেন। রিশাদ বলেন, ‘নাহিদ একটু ঘাবড়ে যায় এবং সে একটু চুপচাপ ছিল। আমি ওকে বলেছিলাম চিন্তার কিছু নেই। আমরা দুজন আছি। আর আল্লাহ তো আছেনই।’

পিএসএলের শেষদিকে অভিজ্ঞতা কিছুটা ভয়ংকর হলেও শুরুরটা অভিজ্ঞতাটা দারুণ ছিল রিশাদের। লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন তিনি। একইসঙ্গে বেশ কয়েকটি কীর্তিও গড়েছেন এই লেগস্পিনার। তবে নাহিদ রানা পেশোয়ার জালমির স্কোয়াডে থাকলেও অভিষেকের সুযোগ পাননি। তাই কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে এই গতি তারকাকে।

ক্রিফোস্পোর্টস/১০মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট