Connect with us
ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে রিশাদ, এগোলেন লিটনও

Rishad reaches career-best position in rankings, Liton also advances
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন-রিশাদরা। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে দুই টি-টোয়েন্টি শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ। আজ (বুধবার) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে আইসিসি থেকে বড় সুখবর পেলেন লিটন-রিশাদরা।

বুধবার (১৬ জুলাই) সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বড় উন্নতি করেছেন লিটন ও রিশাদসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার।

টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন লিটন দাস। ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে অবস্থান করছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন এই টাইগার অধিনায়ক। আর তাতেই উন্নতির মুখ দেখলেন র‍্যাঙ্কিংয়ে।

আরও পড়ুন:

» রাতে সোহানের রংপুরের মুখোমুখি সাকিবরা, খেলা দেখবেন যেভাবে

» শ্রীলঙ্কার মাটিতে লিটনরা ইতিহাস গড়তে পারবে? 

এছাড়া ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ৪১ নম্বরে তাওহীদ হৃদয় এবং ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠে এসেছেন পারভেজ হোসেন ইমন। তবে দুই ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন তানজিদ হাসান তামিম। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৩ ধাপ পিছিয়ে ৬৭ নম্বরে এবং জাকের আলি ৫ ধাপ পিছিয়ে ৭০ নম্বরে অবস্থান করছেন।

বোলারদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন রিশাদ হোসেন। ১২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন এই লেগস্পিনার। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান। তাছাড়া বাংলাদেশিদের মধ্যে তিনিই এখন শীর্ষে অবস্থান করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ৪ উইকেট শিকার করেন এই লেগি।

রিশাদের পাশাপাশি লম্বা লাফ দিয়েছেন শরিফুল ইসলাম। ২০ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠে এসেছেন এই পেসার। তবে পিছিয়েছেন তাসকিন-শেখ মেহেদিরা। দুজনেই সমান ৪ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ২৫ ও ২৮ নম্বরে অবস্থান করছেন। এছাড়া হাসান মাহমুদ ২ ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে এবং তানজিম হাসান সাকিব ৩ ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে অবস্থান করছেন।

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট