
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে তে রোমাঞ্চে ভরা সুপার ওভারে ম্যাচ হারলেও আইসিসি থেকে সুসংবাদ পেল একাধিক বাংলাদেশি ক্রিকেটার।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উইন্ডিজ সিরিজে আলো ছড়াচ্ছেন রিশাদ হোসেন। ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের ফলস্বরূপ র্যাংঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে রিশাদের। প্রথম ওয়ানডেতে ৬ ও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নেওয়া রিশাদ আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন, অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।
রিশাদের পাশাপাশি র্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয় ও সৌম্য সরকারের। ওয়ানডে অলরাউন্ডার র্যাংঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন মিরাজ। ব্যাটিংয়ের ২ ধাপ এগিয়ে ৬৩ নম্বরের অবস্থান করছেন তিনি। এছাড়াও বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে বর্তমানে ১৮ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশ দলের এই অধিনায়ক।
প্রথম ম্যাচে ৫১ রান করা তাওহীদ হৃদয় ব্যাটিং র্যাংঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে বর্তমানে ৩৫ নম্বরে উঠে এসেছেন। অনেকদিন পর জাতীয় দলে ফেরার সৌম্য ৫ ধাপে এগিয়ে বর্তমানে ৮৬ নম্বরে অবস্থান করছেন।
তবে ওয়ানডে ব্যাটিং র্যাংঙ্কিংয়ে পরিবর্তন হয়নি শীর্ষস্থানের। তালিকার শীর্ষ রয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল, দ্বিতীয় অবস্থানে আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান, তৃতীয় অবস্থানে রয়েছেন আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মা ।
বোলিং র্যাংঙ্কিংয়ে শীর্ষ তিনের সবাই স্পিনার। শীর্ষে রয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান, দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ এবং তৃতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিকশানা।
অলরাউন্ডার র্যাংঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই, দ্বিতীয় অবস্থানে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং তৃতীয় অবস্থানে রয়েছেন আরেক আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/এআই
