Connect with us
ক্রিকেট

প্রথমবারের মতো হোবার্ট হারিকেন্সের জার্সিতে রিশাদ

Rishad and Hobart hurricanes
হোবার্ট হারিকেন্সের জার্সিতে রিশাদ। ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবারের মতো হোবার্ট হারিকেনসের জার্সি গায়ে জড়িয়ে নিজেই জানালেন তার অনূভুতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জার্সি পরা এক ছবি দিয়ে রিশাদ লিখেছেন, “অবশেষে হোবার্ট হারিকেনসের জার্সি পরলাম, দারুণ এক অনুভূতি! এখন পুরো মনোযোগ মাঠে।”

মাত্র ২৩ বছর বয়সী রিশাদ এরই মধ্যে জাতীয় দলে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পেলেন। হোবার্ট হারিকেন্সের হয়ে তার পারফরম্যান্স নিয়ে আশাবাদী ভক্তরাও। এর আগে পিএসএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। কিন্তু অস্ট্রেলিয়ার লিগে এবারই প্রথম খেলতে গিয়েছেন তিনি।

এর আগের আসরেও হোবার্টের হয়ে সুযোগ পেয়েছিলেন রিশাদ। কিন্তু ক্রিকেট বোর্ড থেকে এনওসি না পাওয়ায় খেলতে পারেননি তিনি। তবে এবার এনওসি পেতে আর কোনো অসুবিধা পোহাতে হয়নি তাকে। বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর ‘বিপিএল’ রেখেই বোর্ড তাকে ‘বিবিএল’ খেলার অনুমতি দিয়েছে।



হোবার্টে এবার বিদেশি ক্রিকেটার তিনজন, আর তাদের দুজনই লেগ স্পিনার। রিশাদ ছাড়াও দলে আছেন ইংলিশ স্পিনার রেহান আহমেদ এবং অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস জর্ডান। ড্রাফটে প্রথম কলেই জর্ডানকে দলে নেয় হোবার্ট। তারপর দ্বিতীয় কলেই তারা দলে ভেড়ায় রিশাদ হোসেনকে। এটা থেকেই বোঝা যায় যে রিশাদকে নিয়ে হোবার্টের আলাদা পরিকল্পনা রয়েছে।

আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে নতুন মৌসুমের বিগ ব্যাশ। রিশাদের দল হোবার্ট হারিকেনস মাঠে নামবে ১৬ ডিসেম্বর। এখন রিশাদকে তার দল ও টিম ম্যানেজমেন্ট কোন ভূমিকায় ব্যবহার করবে সেটাই ভক্ত সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তাই এবারের বিগ ব্যাশে রিশাদ কতটা সফল হন, সেটাই এখন দেখার অপেক্ষা।

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ২০২৩ সালে অভিষেক হওয়া রিশাদ এরই মধ্যে ৫৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। উইকেট নিয়েছেন ৭১ টি।

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট