অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বল হাতে রীতিমতো দাপট দেখাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আজ (শুক্রবার) অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে হোবার্ট হারিকেনসের হয়ে মাত্র ২৬ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি। রিশাদের এই ঘূর্ণি জাদুতে অ্যাডিলেডকে ৩৭ রানে হারিয়ে বড় জয় পেয়েছে হোবার্ট।
এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৭৮ রানের লড়াকু পুঁজি গড়ে হোবার্ট হারিকেনস। জবাবে ব্যাটিংয়ে নামা অ্যাডিলেডকে শুরুতেই চেপে ধরেন হোবার্টের পেসাররা। পঞ্চম ওভারে রিশাদ যখন প্রথমবার বোলিংয়ে আসেন, ততক্ষণে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে অ্যাডিলেড। নিজের প্রথম ওভারের শেষ বলেই হ্যারি মানেটিকে প্যাডল সুইপ করতে বাধ্য করে শর্ট ফাইন লেগে ক্যাচ আউট করেন রিশাদ। পরের ওভারের প্রথম বলেই জেমি ওভারটনকে টার্নে পরাস্ত করে স্টাম্পড করেন তিনি।
একদিকে তাণ্ডব, অন্যদিকে রিশাদের নিয়ন্ত্রণ
প্রথম দুই ওভারে ২ উইকেট নিলেও রিশাদ খরচ করেছিলেন ২১ রান। তবে স্পেল শেষে নিজেকে দারুণভাবে সামলে নেন তিনি। পরের দুই ওভারে দেন মাত্র ৫ রান এবং তুলে নেন লুক উডের উইকেট। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে মাঠ ছাড়েন এই বাংলাদেশি তারকা।
অন্যদিকে, লিয়াম স্কট ৫৮ বলে ৯১ রানের অতিমানবীয় ইনিংস খেললেও অ্যাডিলেডকে হার থেকে বাঁচাতে পারেননি। ৯ উইকেট হারিয়ে ১৪১ রানেই থেমে যায় তাদের ইনিংস।
উইকেটের চূড়ায় রিশাদ
টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর আজ ৩ উইকেট নিয়ে বিগ ব্যাশের চলতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন রিশাদ। এখন পর্যন্ত তার ঝুলিতে জমা হয়েছে ১১টি উইকেট। সমান ১১ উইকেট নিয়ে তার সাথে যৌথভাবে শীর্ষে আছেন লয়েড পোপ।
হোবার্ট হারিকেনসের পরবর্তী ম্যাচ আগামী ১১ জানুয়ারি।
ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৬/এনজি
