
বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে একাধিক রেকর্ড গড়েছিলেন রিশাদ হোসেন। এবার দ্বিতীয় ওয়ানডেতে এসেও এক রেকর্ডে নাম লেখালেন এই অলরাউন্ডার। তবে এবার বল হাতে নয়, ব্যাট হাতে সর্বোচ্চ স্ট্রাইকরেটে ব্যাটিংয়ের রেকর্ড গড়ে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে গেছেন রিশাদ।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে জ্বলে উঠেন রিশাদ। শেষদিকে খেলতে নেমে ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। তার এই ক্যামিও ইনিংসে ৩টি চার ও ৩টি ছক্কার মার ছিল। আর তার স্ট্রাইকরেট ছিল ২৭৮.৫৭। আর তাতেই ছাড়িয়ে যান সাকি-মাশরাফিকে।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এক ইনিংসে কমপক্ষে ৩০ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেটের মালিক এখন রিশাদ হোসেন। মাশরাফি ও সাকিবকে ছাড়িয়ে এই তালিকায় শীর্ষে উঠে এসেছেন রিশাদ। এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও মাশরাফি।
২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন মাশরাফি। সেই ম্যাচের ২৭৫ স্ট্রাইকরেট নিয়ে এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন সাবেক এই টাইগার কাপ্তান। সমান স্ট্রাইকরেট নিয়ে মাশরাফির সঙ্গে এই রেকর্ডটি শেয়ার করেন সাকিব। ২০১৪ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেন এই তারকা অলরাউন্ডার।
এই তালিকায় রিশাদ, মাশরাফি ও সাকিবের পরেই আছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭২.৭৩ স্ট্রাইকরেটে ১১ বলে ৩০ রান করেন এই ব্যাটার। এছাড়া সেরা পাঁচে জায়গা পেয়েছে রিশাদের আরেকটি ইনিংস। গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বলে ৫ চার ও ৪ ছক্কার মারে ৪৮ রান করেন রিশাদ। সেই ম্যাচে তার স্ট্রাইকরেট ছিল ২৬৬.৬৭।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/বিটি
