বাংলাদেশি ক্রিকেটে যুক্ত হলো নতুন এক অধ্যায়। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশে অভিষেক হলো রিশাদ হোসেনের। সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের একাদশে জায়গা পেয়েছেন এই লেগ স্পিনার। টসে জিতে ম্যাচে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হারিকেন্স।
এর মাধ্যমে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলছেন রিশাদ। সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে এই লিগে মাঠে নেমেছিলেন সাকিব। প্রায় এক দশকের বেশি সময় পর আবারও কোনো বাংলাদেশি ক্রিকেটারের উপস্থিতি দেখা গেল বিগ ব্যাশের মাঠে।
বিগ ব্যাশে প্রথমবার খেলতে গিয়ে প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ। হোবার্ট হারিকেন্সের হয়ে মৌসুমের প্রথম ম্যাচেই তাকে খেলানো হয়েছে, যা বাংলাদেশি ক্রিকেটারদের জন্যও গুরুত্বপূর্ণ এক মাইলফলক।
এর আগে দুই মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে ২০১৩–১৪ ও ২০১৪–১৫ মৌসুমে তিনি দলে ছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। ওই দুই আসরে মিলিয়ে সাকিব খেলেছিলেন মাত্র ছয়টি ম্যাচ। যদিও রিশাদের ক্ষেত্রে চিত্রটা পুরোপুরি ভিন্ন। সরাসরি ড্রাফট থেকে নির্বাচিত হয়ে একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
গত আসরেও হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে নিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত বিপিএলের সঙ্গে বিবিএলের সূচির সংঘর্ষ থাকায় অস্ট্রেলিয়ায় যাওয়া হয়নি তার। এবার বিগ ব্যাশকে অগ্রাধিকার দিয়ে বিপিএল না খেলেই হোবার্ট হারিকেন্সে যোগ দিয়েছেন রিশাদ।
এই ম্যাচে হোবার্ট হারিকেন্সের একাদশে তিন বিদেশি খেলোয়াড় রয়েছেন রিশাদ হোসেন, রেহান আহমেদ ও ক্রিস জর্ডান।
সিডনি থান্ডার (একাদশ): স্যাম কনস্টাস, ম্যাথিউ গিলকেস, ক্যামেরন ব্যানক্রফট, অলিভার ডেভিস, স্যাম বিলিংস (উইকেটকিপার), শাদাব খান, ড্যানিয়েল স্যামস, ক্রিস গ্রিন (অধিনায়ক), নাথান ম্যাকঅ্যান্ড্রু, তানভীর সাঙ্গা ও রিস টপলি।
হোবার্ট হারিকেন্স (একাদশ): মিচেল ওয়েন, নিখিল চৌধুরী, রেহান আহমেদ, বেন ম্যাকডারমট, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), ক্রিস জর্ডান, নাথান এলিস (অধিনায়ক), রিশাদ হোসেন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/টিএ
