ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আবারও আইপিএলের মাঠে ফিরছেন। ৪৪ বছর বয়সেও থামছেন না তিনি। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে ২০২৬ মৌসুমেও খেলবেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাসি বিশ্বনাথন।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে বিশ্বনাথন বলেন, “হ্যাঁ, এমএস (ধোনি) আগামী মৌসুমে খেলবেন। তিনি আমাদের জানিয়েছেন, আসন্ন আইপিএলে খেলার জন্য তিনি অ্যাভেইলেবল।”
ধোনিকে ঘিরে অবসর নিয়ে নানা গুঞ্জন চলছিল গত কয়েক মৌসুম ধরেই। তবে সিএসকের সঙ্গে তার গভীর সম্পর্ক, দলের প্রতি দায়বদ্ধতা এবং বিপুল সমর্থকগোষ্ঠীর কারণে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছাড়তে রাজি নয়। ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের নেতৃত্বে আছেন ধোনি, তার অধীনে দলটি পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে।
গত মৌসুমে সিএসকে খুব একটা ভালো পারফর্ম করতে না পারলেও ড্রেসিংরুমে ধোনির প্রভাব ছিল আগের মতোই। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, তিনি চান ক্যারিয়ারের শেষটা আরেকটি অর্জন দিয়ে স্মরণীয় করে রাখতে। সেই সুযোগই পেতে পারেন ২০২৬ মৌসুমে।
এদিকে, আইপিএল এর আগামী মৌসুমের দলগঠন নিয়েও ব্যস্ত সময় পার করছে চেন্নাই। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে দলে ভেড়ানোর জন্য সম্ভাব্য দর কষাকষি নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। এ জন্য চেন্নাইয়ের একজন সিনিয়র ক্রিকেটারকেও একি প্রস্তাব তালিকায় রাখা হয়েছে।
দল গঠন নিয়ে আগামী ১০ ও ১১ নভেম্বর ধোনি, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়, কোচ স্টিফেন ফ্লেমিং ও সিইও কাসি বিশ্বনাথনের মধ্যে বৈঠক হবে। বৈঠক শেষে সিএসকে প্রকাশ করবে তাদের রিটেনশন তালিকা।
আগামী আইপিএল ধোনির জন্য হবে ১৯তম আসর, আর চেন্নাইয়ের হয়ে ১৭তম মৌসুম। সব মিলিয়ে, এখনো ‘থালা’ নামেই সমর্থকদের কাছে পরিচিত ধোনি। তবে সমর্থকরা চাইলেও আর কতদিন ক্রিকেট চালিয়ে যাবেন সেটা নির্ভর করছে ধনীর শারীরিক ফিটনেস এবং ফর্মের ওপর।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/টিএ