Connect with us
ক্রিকেট

এক ওভারে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড

Priyananda
গেদে প্রেমানন্দ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে নতুন এক নজির গড়লেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ানন্দ। কম্বোডিয়ার বিপক্ষে একটি ওভারে পাঁচটি উইকেট নিয়ে ইতিহাসের প্রথম বোলার হলেন তিনি। মঙ্গলবার এই বিরল কীর্তি গড়েন ২৮ বছর বয়সী ডানহাতি এই পেসার।

ইন্দোনেশিয়ার ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫তম ওভারে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় কম্বোডিয়া। তখন তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৬ রান। ওই ওভারে বল হাতে নেন প্রিয়ানন্দ। নিজের প্রথম তিন বলেই তিন ব্যাটারকে ফেরান তিনি, পরিপূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ বলটি ডট থাকার পর পঞ্চম ও ষষ্ঠ বলেও তুলে নেন আরও দুটি উইকেট।

ওভারের শেষ দুই উইকেট পড়ার মাঝখানে একটি ওয়াইড থেকে এক রান যোগ করে কম্বোডিয়া। ওই ওভারে মোট পাঁচটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত ৬০ রানে হারে দলটি।



ব্যাট হাতেও মাঠে নামেন প্রিয়ানন্দ, কিন্তু বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ওপেনিংয়ে নেমে ১১ বলে করেন ৬ রান। তবে ইন্দোনেশিয়ার ইনিংসে বড় অবদান রাখেন আরেক ওপেনার ধর্ম কেসুমা। তিনি ৬৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১১০ রান করে অপরাজিত থাকেন।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট পড়ার ঘটনা এটিই প্রথম। এর আগে সর্বোচ্চ চার উইকেট পড়ার ঘটনা ঘটেছিল ১৪ বার। যদিও পুরুষদের টি–টোয়েন্টি ক্রিকেটে এই কীর্তির নজির আছে আরও দুইবার।

২০১৩–১৪ মৌসুমে বিজয় দিবস টি–টোয়েন্টি কাপে ইউসিবি–বিসিবি একাদশের হয়ে আবাহনীর বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের আল আমিন হোসেন। পরে ২০১৯–২০ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের হয়ে হরিয়ানার পাঁচ ব্যাটারকে এক ওভারে আউট করেছিলেন অভিমন্যু মিথুন।

তবে আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার এমন কীর্তি গড়ে ইতিহাসে নিজের নাম তুলে রাখলেন গেদে প্রিয়ানন্দ। টি–টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বইয়ে এক ওভারে ৫ উইকেট নেওয়ার কীর্তি এটিই প্রথম।

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট