Connect with us
ফুটবল

রিয়াল মাদ্রিদের জয়ে জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই

Real Madrid's win intensifies La Liga title race
সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে রিয়াল। ছবি- সংগৃহীত

স্প্যানিশ সুপারকোপা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ― চলতি মৌসুমে এই সবগুলো টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। তাই কার্লো আনচেলত্তির দলের এখন শেষ ভরসা লা লিগা। এখানে সাফল্য না পেলে শূন্য হাতেই মৌসুম শেষ করতে হতে পারে রিয়াল মাদ্রিদের।

স্প্যানিশ সুপারকোপা ও কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা হাতছাড়া করেছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে এমবাপ্পে-ভিনিসিয়ুসদের।

এদিকে লা লিগায়ও রিয়ালের প্রতিদ্বন্দ্বী সেই বার্সেলোনা। পয়েন্ট টেবিলে তারাই এগিয়ে। তাই শিরোপা জয়েও ফেবারিট হ্যান্সি ফ্লিকের দল। আর বার্সার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে রিয়াল। তাই শেষদিকে কয়েকটি ম্যাচ দু-দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

ইতোমধ্যে লা লিগায় ৩৪তম রাউন্ডের ম্যাচ খেলে ফেলেছে রিয়াল ও বার্সা। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে। গতরাতে বার্সেলোনা রিয়াল ভায়াদোলিদকে তাদের ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে মূল্যবান ৩ পয়েন্ট ঘরে তুলেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ আজ (রোববার) ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে।

আরও পড়ুন:

» শান্ত ফিরলেন, মিরাজ কেন বাদ― ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

» পিছিয়ে পড়া ম্যাচে জয় তুলে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা 

এদিন ঘরের মাঠে খুব সহজেই জিততে পারতো রিয়াল মাদ্রিদ। সফরকারীদের বিপক্ষে প্রথমে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। কিন্তু পরবর্তীতে দুই গোল হজম করে স্বাগতিকরা। ম্যাচের ৩৩ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন আর্দা গুলের। এর ছয় মিনিট পরেই এমবাপ্পের গোলে লিড দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতি থেকেই ফিরেই ভায়াদোলিদের জালে দ্বিতীয় আঘাত হানেন এমবাপ্পে। ম্যাচের ৪৮তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৬৯তম মিনিটে হাভি রদ্রিগেসের গোলে এক গোল করে সেল্টা। সাত মিনিটের ব্যবধানে স্বাগতিকদের জালে দ্বিতীয় আঘাত হানে সফরকারীর। ম্যাচের ৭৬ মিনিটে সুইডবার্গের গোলে ব্যবধান আরও কমায় সেল্টা। অতিরিক্ত সময়সহ শেষ ২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে আর কোনো গোল হজম করতে হয়নি রিয়ালের।

রিয়ালের এই জয়ে জমে উঠেছে লা লিগার শিরোপার লড়াই। ৩৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭৯। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৫। দুটো দলেরই আর চারটি করে ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে একটি এল ক্লাসিকো । আগামী সপ্তাহেই এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল-বার্সা।

লা লিগার পয়েন্ট টেবিলে ব্যবধান গড়তে এল ক্লাসিকো জিততে হবে রিয়ালকে। যদিও চলতি মৌসুমে লা লিগায় প্রথম দেখায় ঘরের মাঠেই হেরেছিল রিয়াল। তাছাড়া এবারের ম্যাচটি হবে বার্সেলোনার ঘরের মাঠে। তাই রিয়ালের জন্য জয় পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং হবে।

ক্রিফোস্পোর্টস/৪মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল