Connect with us
ফুটবল

দুয়োধ্বনি দেওয়া সমর্থকদের উদ্দেশ্যে রিয়ালের কঠোর বার্তা

রিয়াল মাদ্রিদ ভক্তরা। ছবি: সংগৃহীত

খারাপ সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপের সবচেয়ে সফল দলের এমন অবস্থা ভক্তদের কাছে একেবারেই অপরিচিত। প্রিয় ক্লাবের এমন দুর্দশা দেখে ভালো নেই ক্লাবটির সমর্থকরাও। নিজেদের সব রাগ-ক্ষোভ উগরে দিতে মাঠে নিজেদের ফুটবলারদেরই দুয়োধ্বনি দিতেও ছাড়েননা ভক্তরা। 

তবে খারাপ সময়ে খেলোয়াড়দের পাশে দাড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। দর্শকদের রোষানল থেকে ভিনিসিয়ুস জুনিয়র-কিলিয়ান এমবাপেদের বাঁচাতে অন্যরকম এক ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। স্টেডিয়ামের প্রধান সমর্থক গ্যালারিতে কোনো ধরনের নেতিবাচকতা সহ্য না করার নীতি নিয়েছে রিয়াল মাদ্রিদ। নির্দিষ্ট এই সমর্থকদের উদ্দেশে তারা জানিয়েছে, ‘যাদের দুয়োধ্বনি দেওয়ার ইচ্ছা আছে, তারা স্টেডিয়ামের বাইরে গিয়ে তা করুক।’

স্প্যানিশ রেডিও কাদেনা সের–এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘সমর্থকদের আচরণ নিয়ে কড়া অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।’



জানা গেছে ম্যাচ চলাকালে সমর্থকদের ওপর কঠোর নজরদারি চালানো হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ম্যাচ শেষে স্ট্যান্ডটির নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করবে ক্লাব।

জারি করা চূড়ান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, ‘গ্রাদা দে আনিমাসিওনের যেকোনো সদস্য যদি ক্যামেরায় দলকে উদ্দেশ করে দুয়োধ্বনি দিতে ধরা পড়েন, তাহলে তাকে ওই সেকশন থেকে নিষিদ্ধ করা হবে।’

আজ লেভান্তের মুখোমুখি হবে রিয়াল। জাবি আলোনসোকে বরখাস্ত করার পর আজ প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছে রিয়াল মাদ্রিদ। নিজেদের এই ম্যাচের আগে বেশ দুশ্চিন্তায় স্বাগতিকরা। ক্লাবটি আশঙ্কা করছে বার্নাব্যুর গ্যালারিতে আবারও জোরালো দুয়োধ্বনি শোনা যেতে পারে।

চলতি মৌসুমে ইতোমধ্যে দুটি শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়া রিয়াল স্প্যানিশ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে পিছিয়ে। শীর্ষে থাকা বার্সা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে তারা।

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল