
গোটা ম্যাচে এদিন সমানে সমান লড়াই করে গেছে রিয়াল মাদ্রিদ এবং বরুশিয়া ডর্টমুন্ড। বল দখলে কিছুটা পিছিয়ে ছিল শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা রিয়াল। যদিও ম্যাচের শুরুতেই দুই গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। তবে দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ে উভয়দলের তিন গোলে ম্যাচে দেখা দেয় নাটকীয়তার।
তবে সকল ধোঁয়াশা কাটিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। ডর্টমুন্ডকে ৩-২ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল দলটি। এদিন রিয়ালের হয়ে গোল করেছেন গঞ্জালো গার্সিয়া, ফ্রান গার্সিয়া এবং কিলিয়ান এমবাপ্পে। আর ডর্টমুন্ডকে আশার আলো দেখায় ম্যাক্সিমিলিয়ান বিয়ার ও সেরহোউ গুইরাসির গোল।
এদিকে একই দিন রাতেই বায়ার্ন মিউনিখকে পরাজিত করে সেমিফাইনালে উঠে এসেছে পিএসজি। এতে করে সেমিতে রিয়ালের প্রতিপক্ষ হিসেবে নাম লেখালো এই ফরাসি জায়ান্ট। ফলে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জমজমাট এক ম্যাচ উপভোগ করার প্রত্যাশা ফুটবলপ্রেমীদের। যেখানে জয়ী দল উঠবে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে।
আরও পড়ুন:
» দুই লাল কার্ডের ম্যাচে বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
» কলম্বোতে দাপুটে জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
গতকাল রাতে ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম ২০ মিনিটে গঞ্জালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তারপর গোটা ম্যাচে উভয় দল একাধিক আক্রমণের চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয় আর্ধের যোগ করার সময়ের ২ মিনিটে গোল করে ডর্টমুন্ডের আশা বাঁচিয়ে রাখেন ম্যাক্সিমিলিয়ান বিয়ার।
এরপর দলটির হয়ে দ্বিতীয় গোল করেন সেরহোউ গুইরাসি। তবে তার আগেই রিয়ালের বিপদ কাটিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্দান্ত এক্রোবেটিক ফিনিশিংয়ে দলের গোল ব্যবধান আরো বেড়ে যায়। শেষ মুহূর্তে দ্বিতীয় গোল হজম করলেও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়নি দলটির জন্য। জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এফএএস
