ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা– উয়েফা এবার কিছুটা চাপেই পড়তে যাচ্ছে বলে মনে হয়। কেননা আদালতের দীর্ঘ লড়াই ও ব্যর্থ আলোচনার পর এবার রিয়াল মাদ্রিদ এবং ইউরোপিয়ান সুপার লিগের পেছনে থাকা প্রতিষ্ঠান ‘এ-২২ স্পোর্টস ম্যানেজমেন্ট’ উয়েফার বিরুদ্ধে করতে যাচ্ছে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ মামলা।
যেই মামলায় অভিযোগ করা হয়, উয়েফা তাদের আধিপত্যের অপব্যবহার করে একচেটিয়া ভাবে ন্যায্য প্রতিযোগিতা বাধাগ্রস্ত করছে। আর এই কারণে উয়েফা’র বিরুদ্ধে ৪.৫ বিলিয়ন ইউরো ক্ষতিপূরণের মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৪ হাজার ৩০৫ কোটি টাকা।
ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক অ্যান্টিট্রাস্ট রায় বা একচেটিয়া ব্যবসা বিরোধী রায়ের ভিত্তিতে গড়ে উঠেছে এই মামলা। সংবাদমাধ্যম এএস-এর রিপোর্ট অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ও এ২২ দাবি করছে, এই ৪.৫ বিলিয়ন ইউরো ক্ষতিপূরণ— হারানো মুনাফা, সুনামের ক্ষতি এবং উয়েফার একচেটিয়া দখলদারিত্বের কারণে সৃষ্ট প্রতিযোগিতাগত ক্ষতির একটি মাশুল।
বিস্তারিত আসছে…
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/এফএএস