সাম্প্রতিক সময়ে ব্যর্থতার জালে ঘুরপাক খাচ্ছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ। সান মামেসে লা লিগার ম্যাচে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে আথলেতিক বিলবাওকে উড়িয়ে দিয়ে ৩–০ ব্যবধানে জিতল শাবি আলোনসোর দল। দুই গোল করলেন এমবাপ্পে, আরেকটি গোল করলেন এদুয়ার্দো কামাভিঙ্গা।
নতুন বছরে লিগে টানা তিন ম্যাচে আটকে থাকা রিয়ালের জন্য শুরুটা ছিল জরুরি। প্রথম ৭ মিনিটেই তার ইঙ্গিত মিলল অ্যালেক্সান্ডার–আর্নল্ডের লম্বা বল থেকে মাঝমাঠে টার্ন নিয়ে ডি–বক্সের বাইরে থেকে দারুণ শটে এগিয়ে নেন এমবাপ্পে। এর পর ধীরে ধীরে ম্যাচের ছন্দ ফিরে পায় বিলবাও, কিন্তু দুবার কোর্তোয়ার দুর্দান্ত সেভে রক্ষা পায় রিয়াল।
৩৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ভিনিসিউস। কিন্তু বিরতির ঠিক আগে অসাধারণ পাসিং ফুটবলের এক আক্রমণে দ্বিতীয় গোল পায় রিয়াল। বাঁ দিক থেকে এমবাপ্পের হেড পাস, ফাঁকা পোস্টে হেড দিয়ে গোল করেন কামাভিঙ্গা।
বিরতির পরে দ্বিতিয়ার্ধে বিলবাও ম্যাচে ফেরার চেষ্টা করে। দূর থেকে মিকেলের শট ঠেকান কোর্তোয়া। আলভারো কারেরাসের পাস পেয়ে দূর থেকে নেওয়া তাঁর জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে।
এমবাপ্পের এই গোলের পরই বিলবাও আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ দিকে রদ্রিগো, ব্রাহিম ও গার্সিয়াকে নামিয়ে দলের গতি ধরে রাখেন কোচ আলোনসো। রিয়ালের জন্য এই জয়টি তাদেরকে পুরোনো রুপে ফিরিয়ে আনতে যথেষ্ট ভূমিকা রাখবে।
এই জয়ের মধ্য দিয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তাদের ব্যবধান এখন মাত্র ১ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বিলবাও। এর আগে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছিল বার্সেলোনা। ক্যাম্প নউয়ে আতলেতিকো মাদ্রিদকে ৩–১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বার্সা। আর ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ছিল রিয়াল মাদ্রিদ।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/টিএ