রোববার মাঠে নামছে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আলোচিত লড়াই এল ক্লাসিকো। মৌসুমের প্রথম এই ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচের আগে স্বাভাবিকভাবেই দুই দলের ভক্তদের মধ্যে আলোচনা-উত্তেজনা রয়েছে, আর সেই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল।
সম্প্রতি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এটা স্পেনের একটি প্রীতি ও বিনোদনমুখী ফুটবল লিগ, যা প্রচলিত পেশাদার লিগের চেয়ে কিছুটা আলাদা নিয়মে খেলা হয়। সেখানে ইবাই লানোস কিংস লিগের ক্লাব লা ক্যাপিটালের সহমালিক ইয়ামালের কাছে মজা করে জানতে চান, কিংস লিগের দল ‘পোরকিয়নস’ রিয়াল মাদ্রিদের মতো কি না? ইয়ামাল হাসতে হাসতে বলেন, হ্যাঁ, অবশ্যই! “রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে-এটাই তারা করে।” তাঁর এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আলোচনায় লানোস আরও জানতে চান, বার্নাব্যুতে খেলাটা কতটা কঠিন লাগে? জবাবে ইয়ামাল বলেন, “বার্সার জন্য নয়। আমি শেষবার যখন বার্নাব্যুতে খেলেছি, গোল করেছিলাম, আর আমরা ৪–০ গোলে জিতেছিলাম।” বার্নাব্যুতে গোল করতে আত্মবিশ্বাসী কি না এমন প্রশ্নে ইয়ামাল বলেন, “আমি ইতিমধ্যেই এখানে গোল করেছি, তুমি কি ভুলে গেছ?”
গত মৌসুমে রিয়ালের জন্য এল ক্লাসিকো সত্যিই দুঃস্বপ্ন ছিল। টানা চার ম্যাচে হেরে বার্সেলোনার কাছে তিনটি শিরোপা হারিয়েছিল তারা স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে, আর লা লিগার শিরোপা দৌড়ও। সেই চার ম্যাচে রিয়াল হজম করেছিল ১৬ গোল।
এবারও এল ক্লাসিকোর আগে তাই রিয়ালকে নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল। তিনি এখন বার্সা কোচ হান্সি ফ্লিকের তুরুপের তাস। রোববার আবারও বার্নাব্যুতে নামছেন তিনি, এবারও গোলের উদ্দেশ্যেই মাঠে নামবেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/টিএ