রিয়াল মাদ্রিদের জন্য কোপা দেল রের অভিযান শেষ হলো বড় ধাক্কা দিয়ে। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অভিষেক ম্যাচেই দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে ৩–২ গোলে হেরে শেষ ষোল থেকে বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা।
বুধবার দিবাগত রাতে আলবাসেতের মাঠ কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে শুরু থেকেই বলের দখলে একচেটিয়া আধিপত্য ছিল রিয়ালের। পজেশন ৭৮ শতাংশ থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ৪১ মিনিটে কর্নার থেকে জাভি ভিয়ার হেডে পিছিয়ে পড়ে তারা। যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর গোলে সমতায় ফেরে রিয়াল।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ রিয়ালের কাছেই ছিল। তবে শেষ দিকে ডিফেন্স বিভাগের একের পর এক ভুলে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। ৮১ মিনিটে ডিফেন্ডারদের ব্যর্থতায় ভলিতে আলবাসেতকে এগিয়ে দেন জেফটে বেতানকার। যোগ করা সময়ের শুরুতে আর্দা গুলারের ক্রস থেকে গঞ্জালো গার্সিয়ার হেডে আবার সমতা ফেরায় রিয়াল। কিন্তু শেষ মুহূর্তে বেতানকারের দ্বিতীয় চেষ্টার শট আর ঠেকাতে পারেননি দানি কারভাহাল ও গোলরক্ষক আন্দ্রে লুনিন। সেই গোলেই রিয়ালের বিদায় নিশ্চিত হয়।
ম্যাচে রিয়াল নেয় ২০টি শট, লক্ষ্যে ছিল মাত্র পাঁচটি। আলবাসেতও পাঁচটি শট লক্ষ্যে রাখে। নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রামে রেখে খেলতে নামা রিয়াল ফিনিশিংয়ে বারবার হতাশ করেছে। ২০০৫ সালের পর এই মাঠে ফিরে এমন পরিণতিতে পড়তে হয়নি তাদের।
এদিকে ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী স্লোগানের শিকার হন। প্রথমার্ধের একটা সময় ঘন কুয়াশাও ম্যাচের গতি ব্যাহত করে। সব মিলিয়ে হতাশার হার দিয়েই শেষ করতে হল রিয়ালকে।
অন্যদিকে, ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আলবাসেত। রিয়ালের হারের দিনে দ্বিতীয় স্তরের লিগে টেবিলের নিচের দিকে থাকা দলটির জন্য এটি বড় অর্জন।
উল্লেখ্য, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রিয়ালের বিপক্ষে জিতল আলবাসেতে। দুই দলের আগের ১৪ দেখায় ১১টিতে জিতেছিল রিয়াল, ড্র হয়েছিল ৩টি। ২০০৫ সালের এপ্রিলের পর প্রথমবার এই মাঠে খেলল রিয়াল।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/টিএ
