শুরুটা ছিল রিয়াল মাদ্রিদের জন্য দুশ্চিন্তার। ম্যাচের একদম শুরুতেই হাঁটুতে আঘাত পেয়ে কিলিয়ান এমবাপ্পেকে কিছুক্ষণ খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। কিন্তু রিয়ালের জয় এনে দিয়ে সেই অস্বস্তি শেষ পর্যন্ত বদলে দিলেন তিনি। শেষ সময়ে রদ্রিগোর ফিনিশিংয়ে আলাভেসের মাঠ থেকে গুরুত্বপূর্ণ ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
রোববারের এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে শাবি আলোন্সোর দল। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল, বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে।
সব প্রতিযোগিতা মিলিয়ে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না রিয়ালের। আগের আট ম্যাচে মাত্র দুই জয়, তার ওপর ঘরের মাঠে টানা দুই হার। চাপ বাড়ছিল কোচ আলোন্সোর ওপরও। এমন বাস্তবতায় এই জয় শুধু তিন পয়েন্ট নয়, কোচিং স্টাফ ও ড্রেসিংরুমের জন্যও বড় স্বস্তির।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর একাদশে তিনটি পরিবর্তন আনেন আলোন্সো। ডিফেন্স লাইনে চোট ও নিষেধাজ্ঞার ধাক্কায় অভিষেক হয় একাডেমি থেকে উঠে আসা ১৯ বছর বয়সী ফুল-ব্যাক ভাল্দেপেনাসের। মূল দলের নিয়মিত ফুল-ব্যাকদের কেউই ছিলেন না এই ম্যাচে।
আক্রমণ ও পাল্টা আক্রমণে শুরু থেকেই খেলায় নামে দুই দল। বেশ কিছু সুযোগ নষ্টের পর ২৪তম মিনিটে ম্যাচের প্রথম শটেই গোল পায় রিয়াল। মাঝমাঠ থেকে জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন এমবাপ্পে।
এই গোলের মাধ্যমে লা লিগায় ১৭ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৭টিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ২২ ম্যাচে ২৬ গোল, আর রিয়াল মাদ্রিদের জার্সিতে তার মোট গোল হলো ৭০টি।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়তে পারত আলাভেস। কিন্তু কাছ থেকে পাবলো ইবানেসের শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। বিরতিতে যাওয়ার আগে ওই একটি গোলই এগিয়ে রাখে রিয়ালকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রের টানা দুই গোলের চেষ্টাকে ঠেকিয়ে ম্যাচে আলাভেসকে টিকিয়ে রাখেন গোলরক্ষক আন্তোনিও সিভেরা। শেষ পর্যন্ত সেই প্রতিরোধ ভাঙে ৬৮তম মিনিটে। বদলি হিসেবে নামার এক মিনিটের মধ্যেই কার্লোস ভিনসেন্তে গোল করে সমতায় ফেরান স্বাগতিকদের। প্রথমে অফসাইডের সিদ্ধান্ত এলেও ভিএআর দেখে গোল বৈধ ঘোষণা করা হয়।
সমতায় ফেরার পর চাপ বাড়তে থাকে রিয়ালের ওপর। কিন্তু ৭৬তম মিনিটে সেই চাপটাই ভেঙে দেন রদ্রিগো। ভিনিসিউসের পাস থেকে বল পেয়ে তা জালে ঢুকান ব্রাজিলিয়ান এই উইঙ্গার। লা লিগায় ১১ মাস পর এটি তার প্রথম গোল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় রিয়াল।
এ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী বুধবার কোপা দেল রের শেষ বত্রিশে তৃতীয় স্তরের দল আর সিএফ তালাভেরার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/টিএ
