বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো হারের পর শেষ হয়ে গেল জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ অধ্যায়। দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাসের মাথায় নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে প্রধান কোচের পদ ছাড়লেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।
রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩–২ ব্যবধানে হারের পরই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। একই সঙ্গে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের কোচিং ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই বাস্তবতায় আলোনসোর সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্তে পৌঁছায় রিয়াল কর্তৃপক্ষ।
গত বছরের ১ জুন রিয়ালের ডাগআউটে বসেছিলেন আলোনসো। তার আগে বায়ার লেভারকুসেনকে লিগ ও কাপ জিতিয়ে এবং ইউরোপা লিগের ফাইনালে তুলে এনে নিজের কোচিং সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। তার অধীনে রিয়ালের শুরুটাও ছিল অসাধারণ। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালসহ প্রথম ১৪ ম্যাচের ১৩টিতেই জয় পায় দল। তবে মাঝপথে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বড় ব্যবধানে হার আলোনসোর দলের দুর্বল দিকগুলো আলাদা করে সামনে চলে আসে।
৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর থেকে রিয়ালের পারফরম্যান্সে অনেকটা কমতি পড়ে। পরের আট ম্যাচে মাত্র দুটি জয় আসে। যদিও এরপর টানা পাঁচ ম্যাচ জিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দল, তাতেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি ক্লাবের নীতি-নির্ধারকেরা। শেষ পর্যন্ত এল ক্লাসিকোর হারই আলোনসোর ভাগ্য নির্ধারণ করে দেয়।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে জাবি আলোনসোর দায়িত্ব শেষ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রিয়ালের কিংবদন্তি একজন ফুটবলার হিসেবে আলোনসো সবসময় ক্লাবের মূল্যবোধ ধারণ করেছেন এবং সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি আজীবন পাবেন।
এদিকে আলোনসোর বিদায়ের পর দ্রুতই নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে রিয়াল। দায়িত্ব পেয়েছেন আলভারো আরবেলোয়া, যিনি এতদিন ক্লাবের একাডেমিতে কোচিং করাচ্ছিলেন। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবরের মতে, খেলোয়াড়দের সঙ্গে কোচ আলোনসোর সম্পর্কও পুরোপুরি ভালো ছিল না। সব মিলে দুপক্ষের সমন্বয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/টিএ
