Connect with us
ফুটবল

রাতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি

Real Madrid and PSG face off in the Club World Cup semi-finals tonight
সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি। ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার, বাংলাদেশ সময় রাত ১টায় ফুটবল বিশ্ব দেখবে এক রুদ্ধশ্বাস মহারণ। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)।

এই ম্যাচ কেবল ফাইনালের টিকিট পাওয়ার লড়াই নয়, এটি কিলিয়ান এমবাপের প্রাক্তন বনাম বর্তমান ক্লাবের এক আবেগঘন দ্বৈরথ।

গত মৌসুমের পর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় পিএসজি এবং রিয়াল একে অপরের বিরুদ্ধে খেললেও, কোনোবারই এমবাপের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামা হয়নি। এবার যেন ভাগ্যই তাঁকে তাঁর পুরনো সতীর্থদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। রিয়ালের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপে তাঁর সাবেক ক্লাবের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন, তা দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন:

» মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগোকে দলে ভেড়াচ্ছে মায়ামি

» পেদ্রোর নৈপুণ্যে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি

তবে এই ম্যাচের আগে খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়া। মঙ্গলবার চেলসি ও ফ্লুমিনেন্সের ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল, তার সঙ্গে ৫৪ শতাংশের বেশি আর্দ্রতা যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল। ‍ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ ‘হিট অ্যালার্ট’ও জারি করেছে।

দুই ক্লাবের সর্বশেষ পাঁচ দেখায় পরিসংখ্যান বলছে, লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পাঁচ ম্যাচে দুটি করে জয় পেয়েছে পিএসজি ও রিয়াল, আর একটি ম্যাচ হয়েছে ড্র। ফলে সেমিফাইনালে কে জিতবে, তা বলা কঠিন। আবহাওয়া ও এমবাপের দ্বৈরথ – সব মিলিয়ে আজ রাতের ম্যাচটি হতে চলেছে এক মহাকাব্যিক লড়াই।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল