
আন্তর্জাতিক বিরতির পর ক্লাব ফুটবল ফিরছে মাঠে, আর রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ খেলোয়াড়দের জন্য নতুন মৌসুমের শুরুতে বিশেষ আয়োজন করেছে। দুই ক্লাবই তাদের তারকা খেলোয়াড়দের নতুন গাড়ি উপহার দিয়েছে।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ খেলোয়াড়দের অডি গাড়ি দিয়েছে। অধিনায়ক ম্যানুয়েল নয়্যার, আলফোনসো ডেভিস, জামাল মুসিয়ালা, মাইকেল ওলিসে ও জশুয়া কিমিশসহ খেলোয়াড়রা তাদের পছন্দের মডেল বেছে নিয়েছেন। হ্যারি কেইন অডি কিউএই এসইউভি টিএফএসআই ই মডেল পছন্দ করেছেন, যার দাম ৮৭ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪১ লাখ টাকা)। এই গাড়িটি ৫.৭ সেকেন্ডে ৬২ মাইল গতি অর্জন করতে পারে এবং একবার চার্জে সর্বোচ্চ ৫১৩ কিলোমিটার যেতে সক্ষম।
রিয়াল মাদ্রিদও একইভাবে তাদের খেলোয়াড়দের নতুন বিএমডব্লু দিয়েছে। জুড বেলিংহাম এক্সএম মডেল বেছে নিয়েছেন, যার দাম ১ লাখ ১২ হাজার ৮২০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার টাকা) এবং মাত্র ৩.৮ সেকেন্ডে ৬২ মাইল গতি অর্জন করতে পারে। ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড আইএক্স মডেল বেছে নিয়েছেন, যা ৪.৬ সেকেন্ডে সর্বোচ্চ গতি ৬২ মাইল। ভিনিসিয়ুস, এমবাপ্পে, মিলিতাও, দানি কারভাহাল, আন্তোনিও রুডিগার এবং কোচ জাবি আলোনসো আই৭ মডেল বেছে নিয়েছেন। এই গাড়িগুলো সম্পূর্ণ ইলেকট্রিক এবং রিয়ালের খেলোয়াড়দের মোট গাড়ির মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬০ কোটি টাকা।
খেলোয়াড়রা তাদের পছন্দ অনুযায়ী গাড়ি বেছে নিয়েছেন। বায়ার্নের খেলোয়াড়রা নুবার্গে গিয়ে গাড়ি গ্রহণ করেছেন, যেখানে আলফোনসো ডেভিস, জামাল মুসিয়ালা ও মাইকেল ওলিসে ই-ট্রন পারফরম্যান্স মডেল বেছে নিয়েছেন। তরুণ টম বিসহফের পছন্দ অডি কিউফোর স্পোর্টব্যাক ই-ট্রন, আর চার সন্তানের জনক কিমিশ প্রশস্ত সাত আসনের কিউ৭ এস লাইন মডেল বেছে নিয়েছেন।
রিয়াল ও বায়ার্ন দুই ক্লাবই প্রতিবছর তাদের খেলোয়াড়দের নতুন গাড়ি উপহার দিয়ে থাকেন। এবারও খেলোয়াড়রা তাদের পছন্দের গাড়ি নিয়ে নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করেছেন।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/টিএ
