
বৃথা গেল ঋষভ পন্তের সেঞ্চুরি! জিতেশ শর্মার ৮৫ রানের দুর্দান্ত ইনিংসে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে সরাসরি প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার (২৭ মে) চলতি আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌকে ৬ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু।
লখনৌর ভারত রত্ন শ্রী অটল বিহারি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে লখনৌ। জবাবে খেলতে নেমে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।
এই জয়ে একধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বেঙ্গালুরু। ১৪ ম্যাচে ৯ জয়ে ১৯ পয়েন্ট দলটির। শীর্ষে থাকা পাঞ্জাব কিংসেরও পয়েন্ট ১৯। তবে নেট রান রেটে কিছুটা এগিয়ে আছে তারা। অন্যদিকে একধাপ পিছিয়ে তিনে নেমে গেছে গুজরাট। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট দলটির। এছাড়া মুম্বাই ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে এলিমিনেটর খেলবে।
আরও পড়ুন :
» বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
» খরচ কমাতে বাংলাদেশ সিরিজে ডিআরএস রাখছে না পিসিবি!
এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় বেঙ্গালুরু। উদ্বোধনী জুটিতে ৬১ রান যোগ করে তারা। পাওয়ার-প্লের দুই বল বাকি থাকতে ফিরে যান ফিল সল্ট। আকাশ সিংয়ের বলে ক্যাচ তুলে দিয়ে ১৯ বলে ৩০ রান করে ফিরে যান এই ওপেনার।
এরপর রজত পতিদরকে নিয়ে ১৩ বলে ২৯ রান যোগ করেন কোহলি। দলীয় ৯০ রানের মাথায় উইলিয়াম ও’রুর্কের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় বেঙ্গালুরু। পতিদর ৭ বলে ১৪ এবং লিয়াম লিভিংস্টোন গোল্ডেন ডাক মেরে ফিরেন। এরপর ফিফটি করে কোহলিও ফেরেন। দলীয় ১২৩ রানের মাথায় আভেশ খানের শিকার হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৩০ বলে ৫৪ রান।
কোহলি ফিরে যাওয়ার পর ম্যাচের হাল ধরেন মায়াঙ্ক আগারওয়াল ও জিতেশ শর্মা। এই দুইয়ের ৪৫ বলে ১০৭ রানের অপরাজিত জুটিতে ভর করে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। জিতেশ ৩৩ বলে ৮ চার ও ৬ ছক্কার মারে ৮৫ রানের জয়সূচক ইনিংস খেলেন। এছাড়া ২৩ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন আগারওয়াল।
এর আগে ব্যাটিংয়ে নেমে ঋষভ পন্তের সেঞ্চুরিতে ভর করে ২২৭ রানের বিশাল পুঁজি পায় লখনৌ। পন্ত ৬১ বলে ১১ চার ও ৮ ছক্কার মারে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া মিচেল মার্শ ৩৭ বলে ৬৭ রান করেন। বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট শিকার করেন নুয়ান থিশারাম বুভনেশ্বর কুমার ও রোমারিও শেফার্ড।
সংক্ষিপ্ত স্কোর :
লখনৌ সুপার জায়ান্টস: ২২৭/৩ (২০ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২৩০/৪ (১৮.৪ ওভার)
ফলাফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/২৮মে২৫/বিটি
