Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজের জন্য টিম ডিরেক্টর হলেন রাজ্জাক

আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন শূন্য থাকা বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর পদে আসছেন আব্দুর রাজ্জাক। তবে আপাতত পূর্ণকালীন নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেই দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক এই স্পিনার। এর আগে এই পদে ছিলেন খালেদ মাহমুদ সুজন।

রোববার (৩ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটির দ্বিতীয় সভা। প্রায় সাত ঘণ্টা ধরে হওয়া সেই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

খালেদ মাহমুদ সুজন দায়িত্ব ছাড়ার পর থেকেই টিম ডিরেক্টরের পদটি খালি ছিল। অবশেষে সেই জায়গায় ফিরলেন রাজ্জাক-যিনি খেলোয়াড়ি জীবন শেষে নির্বাচক হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে বোর্ড পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।



বিসিবির এক পরিচালক জানান, “রাজ্জাক দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে ছিলেন। নির্বাচক হিসেবে ওর অভিজ্ঞতাও বড়। তাই ক্রিকেটীয় সিদ্ধান্তে বোর্ড আরও অভিজ্ঞ কাউকে যুক্ত করতে চায়। সেই জায়গা থেকেই রাজ্জাককে নিয়োগ দেওয়া।”

এবারের দায়িত্বটা রাজ্জাকের জন্যও ভিন্নধর্মী। টিম ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন তিনি। বোর্ড কর্তৃক জানানো হয়েছে যে, সিরিজভিত্তিক এই দায়িত্ব ভবিষ্যতে স্থায়ী হতে পারে, যদি পারফরম্যান্স ও সমন্বয়ে সন্তুষ্ট হয় বোর্ড।

একইসঙ্গে আয়ারল্যান্ড সিরিজে নতুন দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুলও। সাবেক এই ব্যাটসম্যান থাকছেন দলের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে সিরিজটি শুরু হবে আগামী ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে। দুটি টেস্টের পর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়।

রাজ্জাকের টিম ডিরেক্টর হিসেবে যাত্রা শুরু হচ্ছে এমন এক সময়, যখন বাংলাদেশ দল নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে নতুন করে গুছিয়ে উঠছে। সিরিজটিও তাই হতে যাচ্ছে তার জন্য একধরনের ‘ম্যানেজমেন্ট টেস্ট’। কেননা এই সিরিজে ভালো করতে পারলে দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলে দায়িত্ব পেতে পারেন।

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট