Connect with us
ক্রিকেট

রশিদ খানের নতুন ইতিহাস, তালিকায় আছেন সাকিবও

দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও রশিদ খান। ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এক নাম রশিদ খান। যিনি ছোট দলের বড় তারকা। বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি লিগে রশিদ খানের নাম যেন অবধারিত। তাই তো তার ক্যারিয়ারে প্রতিনিয়ত যুক্ত হয় নতুন নতুন মাইলফলক। সম্প্রতি তিনি গড়েছেন নতুন ইতিহাস। যে ইতিহাসের তালিকায় আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সাড়ে ছয়শ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন রশিদ খান। এই তালিকার সেরা পাঁচে আছেন বাংলাদেশের কিংবদন্তি স্পিনার সাকিব।

ইংল্যান্ডে চলমান ‘দ্য হানড্রেডে’ টুর্নামেন্টে কাল ৩ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে রশিদ সাড়ে ছয়শর বেশি উইকেট নিয়েছেন। তার উইকেটের সংখ্যা ৬৫১টি। ১২টির মতো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলা রশিদ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আইপিএলে- ১৫৮টি। এছাড়া বিগ ব্যাশে নিয়েছেন ৯৮টি।



এই তালিকার দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অল-রাউন্ডার ডোয়াইন ব্রাভো (৬৩১)। তিনে আরেক ক্যারিবিয়ান সুনিল নারাইনের উইকেট সংখ্যা ৫৮৯টি।চারে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫৪৭ উইকেট) এবং পাঁচে বাংলাদেশের সাকিব আল হাসান (৪৯৮ উইকেট)।

তবে ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারে সবার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি ১৬৪টি। তিন উইকেট কম নিয়ে দুইয়ে রশিদ খান। আসন্ন এশিয়া কাপেই হয়তো তিনি শীর্ষে উঠে যাবেন। এই তালিকাতেও সাকিব উপরের দিকে আছেন। ১৪৯ উইকেট নিয়ে তিনি চতুর্থ স্থানে আছেন।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট