
এবারের আইপিএল একেবারেই ভালো কাটছে না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের। গুজরাত টাইটান্স প্লে-অফে পৌঁছে গেলেও, দলের অন্যতম প্রধান অস্ত্র রশিদের ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন অধিনায়ক শুভমন গিল।
সম্প্রতি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের এক লজ্জাজনক রেকর্ড গড়েছেন রশিদ খান। তিনি এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হজমের নজির গড়েছেন। চলতি আসরে তার বিপক্ষে ব্যাটাররা মোট ৩১টি ছক্কা মেরেছেন-যা কোনও বিদেশি বোলারের ক্ষেত্রে সবচেয়ে বেশি।
চেন্নাইয়ের বিপক্ষে ওই ম্যাচে রশিদ চার ওভারে ৪২ রান দেন এবং তিন ওভারের প্রতিটিতে একটি করে ছক্কা হজম করেন। তিনি ডেভন কনওয়ের উইকেটটি নিতে পারলেও, তার ওপর থেকে চাপ কমেনি।
আরও পড়ুন
» পিএসএল ফাইনাল: লাহোরের একাদশে রিশাদ, বাদ পড়লেন সাকিব
» মেসির দুর্দান্ত ফ্রি-কিক, পিছিয়ে পড়েও হারেনি মায়ামি (ভিডিও)
এর আগে এই একই রেকর্ড গড়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে গিয়ে তিনি এক মরশুমে ৩১টি ছক্কা হজম করেছিলেন। এবার সেই রেকর্ডে রশিদ তার পাশে বসেছেন। বর্তমানে সিরাজ ও রশিদ দুজনেই গুজরাত টাইটান্সের সতীর্থ।
চোট সারিয়ে দলে ফিরে এলেও, এখনও নিজের পুরোনো ছন্দে ফিরতে পারেননি রশিদ। পুরো আসরে তিনি খেলেছেন ১৪টি ম্যাচ, যেখানে তার ঝুলিতে এসেছে মাত্র ৯টি উইকেট। তার বোলিং গড় দাঁড়িয়েছে ৫১ এবং ইকোনমি রেট ৯.৪৭। সবমিলিয়ে ১৪ ম্যাচে রশিদ দিয়েছেন মোট ৪৩৭ রান।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৫/এসএ
