সম্প্রতি এক অনুষ্ঠানে রশিদ খানের সঙ্গে এক নারীকে দেখে নতুন জল্পনা শুরু হয়েছিল নেটিজেনদের মাঝে। এবার নিজের দ্বিতীয় বিয়ের কথা নিজেই জানালেন এই আফগান তারকা ক্রিকেটার। গেল বছরেই ধুমধাম করে প্রথম বিয়ে সেরেছিলেন তিনি। যেখানে ১০ মাস না পেরোতেই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।
একটা সময় রশিদ বলেছিলেন, ‘বিশ্বকাপ না জিতলে বিয়েই করব না।’ তার এমন মন্তব্য বেশ ভাইরাল হয়েছিল সেসময়। এবার সেই আফগান ক্রিকেটারেরই পরপর দুই বিয়ের খবরে জন্ম দিয়েছে নতুন আলোচনার। রশিদের দ্বিতীয় স্ত্রীর তথ্য প্রকাশ্যে না এলেও নতুন বিয়ের বিষয়ে মুখ খুলেছেন তিনি নিজেই।
মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের চাপের মুখে দ্বিতীয় বিয়ের বিষয়ে কথা বলতে বাধ্য হয়েছেন রশিদ খান। সম্প্রতি এক অনুষ্ঠানে কোন এক নারীর সঙ্গে ছবি ভাইরাল হয় তার। এ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা চলার মাঝেই নিজের ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করে বিষয়টি পরিষ্কার করেছেন রশিদ।
এই আফগান তারকা পোস্টে লিখেছেন, ‘২০২৫ সালের ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।’
রশিদ আরও লেখেন, ‘কিছুদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এত সাধারণ একটা বিষয় নিয়েও মানুষ নানা অনুমান শুরু হয়েছে। সত্যিটা খুব সহজ, তিনি আমার স্ত্রী আর আমরা একসঙ্গে আছি। কিছুই লুকোনো নয়। যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
তবে অবাক করা বিষয় হচ্ছে, গত বছরের ৩ অক্টোবর রশিদ খানসহ তার চার ভাইয়ের ধুমধাম করে বিয়ের আয়োজন হয়েছিল। তার পোস্টের তথ্য অনুযায়ী প্রথম বিয়ের ১০ মাস পূর্ণ হওয়ার আগেই নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রশিদ। এতে সামাজিক মাধ্যমে অনেকে মজা করছেন তার বিয়ে করতে না চাওয়া পুরনো সেই মন্তব্য নিয়ে।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/এফএএস