
এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত করতে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোনও বিকল্প ছিল না আফগানিস্তানের। শুরুর দিকে সুবিধা করতে না পারলেও ঘুরে মোহাম্মদ নবীর ঝড়ো ফিফটিতে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় আফগানরা। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতি থেকে ম্যাচ হারের বিষয়টি চিন্তাও না করতে পারার কথা জানালেন রাশিদ খান।
গতকাল শ্রীলঙ্কার কাছে ৬ উইকেট পরাজয় বরণের পর সংবাদ সম্মেলনে এসে এই আফগান অধিনায়ক বলেন, ‘গত তিন বছর ধরে, আমরা অনেক আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপ খেলেছি। প্রতিটি টুর্নামেন্টের জন্য আমাদের দুর্দান্ত প্রস্তুতি ছিল। এবারের এশিয়া কাপেও সতীর্থদের কাছ থেকে আমি অনেক বেশি আশা করেছিলাম। সুপার ফোরের আগে এভাবে বিদায় নিতে হবে কল্পনাও করিনি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে খেলার অনুপ্রেরণা নিয়ে এশিয়া কাপেও ভালো করার প্রত্যাশা ছিল তার, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা সেমিফাইনালে খেলেছি। এবারের এশিয়া কাপে আশা ছিল অন্তত সুপার ফোরে খেলতে পারব। কিন্তু দুর্ভাগ্য তা হয়নি। এটা নিয়ে আমাদের আরও ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’
মোহাম্মদ নবীর ২২ বলে ৬০ রানের সুবাদে বড় সংগ্রহ পায় আফগানিস্তান। শেষ দুই ওভারে আসে ৪৯ রান। আর পাঁচ ছক্কায় শেষ ওভারেই ৩২ রান আদায় করেন এই আফগান অভিজ্ঞ ক্রিকেটার। এমন ব্যাটিং নিয়ে রাশিদ বলেন, ‘শেষ ওভারে নবি যে কীর্তি গড়েছে তা অবিশ্বাস্য। আমরা যেভাবে ইনিংস শেষ করেছি তা খুবই অসাধারণ। আমরা জানতাম যে এক ওভারে স্পিনার আছে এবং যদি একজন সঠিক ব্যাটার থাকে, তাহলে আমাদের পক্ষে বড় স্কোর গড়ার সম্ভব।’
শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়লেও বোলিং ব্যর্থতায় এবং লঙ্কান ব্যাটারদের দারুণ ছন্দে টিকতে পারেনি আফগানিস্তান। এই ম্যাচে পরাজয়ের জন্য নিজেদের বোলিংকে দায় দিচ্ছেন রাশিদ, ‘আমরা যতটা ভালো বল করা উচিত ছিল ততটা ভালো বল করতে পারিনি, সে কারণেই আমরা জিততে পারিনি। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে সব বিভাগে ভালো করতে না পারলে জেতা সম্ভব না।’
উল্লেখ্য, এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে চলতে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়া দল গুলোর নাম। দুই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে উঠে এসেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এশিয়া কাপের এই দ্বিতীয় রাউন্ডে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সুপার ফোর রাউন্ডের শীর্ষ দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এফএএস
