Connect with us
ক্রিকেট

ছোট দেশের বড় তারকা রশিদ খান, গড়লেন বিশ্বরেকর্ড

উইকেট শিকারের পর উল্লাসে মেতেছেন রশিদ। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের পথচলাটা বেশি দিনের নয়। কিন্তু এরই মধ্যে তারা বড় বড় তারকার জন্ম দিয়েছে। যার মধ্যে রয়েছেন লেগস্পিনার রশিদ খান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন রশিদ খান।

সোমবার রাতে শারজায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তার এই কীর্তি গড়ার ম্যাচে আফগানিস্তানও ৩৮ রানে হারিয়েছে স্বাগতিক দলকে। এদিন নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদিকে পেছনে ফেলেছেন রশিদ।

ম্যাচের শুরুতে আফগানিস্তান টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে রহমানউল্লাহ গুর্বাজকে হারায়। অপর ওপেনার সিদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদ্রান স্কোর টেনে নেন। আকাল ৪০ বলে ৫৪, দারউইশ রাসুলি ৭ বলে ১০, ইব্রাহিম ৪০ বলে ৬৩ করে ফেরেন।



এরপর আজমতুল্লাহ ওমরজাই ও করিম জান্নাতের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় রশিদ খানের দল। আজমতুল্লাহ ১২ বলে ২০, জান্নাত ১০ বলে ২৩ করে অপরাজিত থাকেন।

জবাবে মোহাম্মদ ওয়াসিমের ৩৭ বলে ৬৭ রানে পাওয়ার প্লে’তে এক উইকেট হারিয়ে ৬৬ রান তোলে আমিরাত। রশিদ খান ও শারাফুদ্দিন আশরাফের স্পিন তোপে রাহুল চোপড়া ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি। চোপড়ার ৩৫ বলে অপরাজিত ৫২ রানে ৮ উইকেটে ১৫০-এ শেষ হয় স্বাগতিক ইনিংস।

লেগ স্পিনার রশিদ ২১ রানে আর বাঁ-হাতি স্পিনার আশরাফ ২৪ রানে তিনটি করে উইকেট নেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদ ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদিকে টপকে তালিকার শীর্ষে উঠেছেন। সাউদির ১৬৪ উইকেট নিতে খেলতে হয়েছে ১২৬ ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট