
গেল বেশ কিছু সময় ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলে চলছিল উত্তেজনা। যুদ্ধবিরতিতে গেলেও তা বেশি সময় স্থায়ী হয়নি প্রতিবেশী দুই দেশের মাঝে। নিয়মিত চলতে থাকে পাল্টাপাল্টি হামলার ঘটনা। আর তেমনি এক পাকিস্তানি হামলায় এবার প্রাণ হারালেন আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার।
ফলে এবার দুদেশের মধ্যেকার রাজনৈতিক বৈরীতার ছাপ পড়তে যাচ্ছে তাদের ক্রিকেটীয় সম্পর্কেও। ইতোমধ্যে কঠোর নিন্দা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী মাসে পাকিস্তানের মাটিতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজও বর্জন করেছে তারা। বেসামরিক ক্রিকেটার নিহতের ঘটনায় সরব হয়েছেন দেশটির তারকা ক্রিকেটাররাও।
এমন মর্মান্তিক ঘটনার পর আফগান ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘তাদের (স্থানীয় সেই তিন ক্রিকেটার) মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
পাকিস্তানের হামলাকে বর্বর ও অনৈতিক উল্লেখ করে আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান বলছেন, ‘পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। নারী, শিশু ও দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ক্রিকেটারদের স্বপ্ন ভাঙার এই ঘটনা খুবই মর্মান্তিক। বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো নিশ্চিতভাবে অনৈতিক এবং বর্বর আচরণ।’
এই তারকা অলরাউন্ডার আরও বলেন, ‘এই অন্যায্য ও বেআইনি কর্মকাণ্ড মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, যা কারও নজর এড়ায় না। নিষ্পাপ মানুষের প্রাণের বিষয় বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ফিক্সচার বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় এসিবিকে স্বাগতম। কঠিন এই সময়ে আমি মানুষের পাশে দাঁড়াচ্ছি, আমাদের জাতীয় মর্যাদা অবশ্যই সবকিছুর ঊর্ধ্বে।’
দেশটির অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবিও এই ঘটনায় নিন্দা জানিয়েছেন, ‘পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংস বিমান হামলায় তরুণ ক্রিকেটার শহীদ হওয়ায় আমি খুবই মর্মাহত। এটি কেবল পাকতিকা এলাকার জন্য ট্রাজেডি নয়, পুরো আফগান ক্রিকেট পরিবার এবং সারাদেশ এতে জড়িয়ে আছে।’
পেসার ফজলহক ফারুকি বলেছেন, ‘নিষ্পাপ বেসামরিক মানুষ ও স্থানীয় ক্রিকেটারদের ওপর চালানো গণহত্যা জঘন্য এবং ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ শহীদদের জান্নাত দান করুন এবং লাঞ্ছিত করুন ঘাতকদের। তাদেরকে আপনার ক্রোধে শামিল করুন। সাধারণ মানুষ ও ক্রিকেটারদের হত্যা করা মর্যাদার কাজ নয়, এটি গভীর অসম্মানের বিষয়।’
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৫/এফএএস
