
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) বাঁচা-মরার লড়াইয়ে আজ (বুধবার) বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে সাকিবদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন রংপুর দলপতি নুরুল হাসান সোহান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
সবশেষ ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনেছে রংপুর রাইডার্স। দুবাইয়ের বিপক্ষে বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। অন্যদিকে দুবাই ক্যাপিটালস তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
লিগ পর্বে এটি রংপুরের দ্বিতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে ফ্রাঞ্চাইজিটি। আজকের ম্যাচে জয় পেলেই সরাসরি ফাইনাল নিশ্চিত হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এই ম্যাচে হারলেও শেষ ম্যাচে জয় নিয়ে ফাইনালে ওঠার সুযোগ থাকবে সোহানদের।
আরও পড়ুন:
» সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন মিরাজ
» রাতে সোহানের রংপুরের মুখোমুখি সাকিবরা, খেলা দেখবেন যেভাবে
অন্যদিকে লিগ পর্বে দুবাইয়ের শেষ ম্যাচ এটি। এর আগে তিন ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে দুই ম্যাচে হেরেছে তারা। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের। তবে ফাইনাল নিশ্চিতের জন্য বড় ব্যবধানের জয় এবং সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে দলটিকে।
রংপুর রাইডার্স একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, কাইল মায়ার্স, ইব্রাহিম জাদরান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইফতেখার আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, রকিবুল ইসলাম, তারবাইজ শামসি, খালেদ আহমেদ।
দুবাই ক্যাপিটালস একাদশ : গুলবাদিন নাইব (অধিনায়ক), সেদিকুল্লাহ অটল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, কাদিম অ্যালেন, রোহান মুস্তফা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, কায়েস আহমেদ, ডমিনিক ড্রেকস, কলিম সানা, জেসি বুতান।
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৫/বিটি
