Connect with us
ক্রিকেট

জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করল রংপুর রাইডার্স

Rangpur Riders secure win in their first match of GSL
জিএসএলের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের জয়। ছবি- সংগৃহীত

শিরোপা ধরে রাখার মিশনে আজ ক্যারিবিয়ানে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের (জিএসএল) চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই দারুন এক জয় তুলে নিল বাংলাদেশের এই দল। যেখানে এক রোমাঞ্চকর ম্যাচে তারা পরাজিত করেছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে।

আজ শুক্রবার ভোরে জিএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র ৮ রানের জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ১৬২ রান সংগ্রহ করেছিল নুরুল হাসান সোহানের দল। যেই রান তাড়া করতে নেমে ১৫৪ রানে গুটিয়ে যায় গায়ানার ইনিংস।

এদিন অবশ্য শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দুলছিল পেন্ডুলামের মতোই। কখনও মনে হচ্ছিল রংপুর রাইডার্স জিতে যাবে, আবার কখনও মনে হচ্ছিল ম্যাচ বের করে নেবে গায়ানা। তবে ফলাফল অনেকটাই নিজেদের দিকে নিয়ে আসেন খালেদ আহমেদ। ১৯তম ওভারের প্রথম চার বলে ১১ রান খরচের পর টানা ২ উইকেট তুলে নেন তিনি।

আরও পড়ুন:

» ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর যা বললেন সাকিব

» জুনিয়র সাফে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১১ জুলাই ২৫)

শেষ ওভারে গায়ানার প্রয়োজন থাকে ৯ রান। হাতে ছিল ১ উইকেট। এমন ম্যাচে ওভারের প্রথম বলেই নিজেদের সর্বশেষ উইকেট হারিয়ে পরাজয় বরণ করে স্বাগতিকরা। 

এর আগে এদিন শুরুতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারছিলাম না রংপুরের টপ অর্ডার ব্যাটাররা। সাইফ হাসান করেছেন ১৮ বলে ১৮ রান আর সৌম্য সরকার খেলেন ৩৬ বলে ৩৫ রানের মন্থর ইনিংস। তবে কাইল মেয়ার্সের ৩১ বলে ৪৪ রান, ইফতেখার আহমেদের ২১ বলে ৩৪ রান ও সোহানের ১০ বলে ১৮ রানের সুবাদে লড়াই করার পুজি পায় রংপুর রাইডার্স।

এরপর বোলিংয়ে খালেদ আহমেদের ৪ উইকেট এবং আজমতউল্লাহ ওমরজাই ও তাবরাইজ শামসির জোড়া আঘাতে জয় নিশ্চিত করে বিপিএলের এই দল।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট