বিপিএল শুরুর আগেই খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ নিয়ে আবারও নজর পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে। অতীতে একাধিকবার চুক্তির টাকা না পাওয়া বা দেরিতে পাওয়ার অভিযোগ উঠলেও এবার অন্তত শুরুতেই ইতিবাচক বার্তা দিল রংপুর রাইডার্স। বিপিএল শুরুর আগেই খেলোয়াড়দের ৫০ শতাংশ পরিশোধ করল রংপুর রাইডার্স।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের দ্বাদশ আসরের আগে বুধবার নিজেদের দলের ক্রিকেটারদের চুক্তির ৫০ শতাংশ অর্থ পরিশোধ করেছে রংপুর। টুর্নামেন্ট শুরুর আগেই নির্ধারিত অঙ্কের চেয়েও বেশি অর্থ পরিশোধ করায় রংপুর রাইডার্স সবার নজর কেড়েছে।
বিপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক ক্রিকেটারকে চুক্তির অন্তত ২৫ শতাংশ টাকা পরিশোধ করার কথা। বাকি অর্থের একটি অংশ টুর্নামেন্টের মাঝপথে এবং অবশিষ্ট অংশ বিপিএল শেষে দেওয়ার বিধান রয়েছে।
এদিকে এ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স সবার আগে ক্রিকেটারদের প্রথম ধাপের ২৫ শতাংশ টাকা পরিশোধ করেছে। ঢাকা ক্যাপিটালসও একই পথে হেঁটে খেলোয়াড়দের প্রথম কিস্তির অর্থ বুঝিয়ে দিয়েছে।
এর মধ্যেই এক ধাপ এগিয়ে গেছে রংপুর রাইডার্স। খেলোয়াড়দের মনোবল ও প্রস্তুতি নির্ভাত রাখতেই আগেভাগে ৫০ শতাংশ অর্থ পরিশোধ করেছে দলটি।
অন্যদিকে, এখনো সব দল এই প্রক্রিয়ায় আসেনি। চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা এখনো প্রথম ধাপের কোনো অর্থ পাননি। তবে ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, আজ বা আগামীকালের মধ্যেই প্রথম কিস্তির টাকা পরিশোধ করা হবে।
নোয়াখালী দলের ক্ষেত্রেও একই অবস্থা। দলটির ক্রিকেটাররাও এখনো চুক্তির প্রথম ধাপের অর্থ বুঝে পাননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছেন, এক–দুই দিনের মধ্যেই অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হবে।
হোম ভেন্যু সিলেটে মাঠে নামতে যাওয়া সিলেট দলের খেলোয়াড়রাও এখন পর্যন্ত প্রথম ধাপের টাকা হাতে পাননি। তবে এখানেও শিগগিরই পেমেন্ট দেওয়া হবে বলে জানিয়েছে দল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গেল বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নানাম বিতর্ক ছিল। তাই এবার পারিশ্রমিক পরিশোধ নিয়ে কোন দল কতটা নিয়ম মেনে চলে, সেটাই এখন নজরের কেন্দ্রে।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/টিএ
