Connect with us
ক্রিকেট

টানা দ্বিতীয়বার এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর

Rangpur crowned NCL T20 champions for the second time in a row.
ফাইনালে খুলনাকে হারিয়ে শিরোপা জিতেছে রংপুর। ছবি- বিসিবি

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল রংপুর বিভাগ। রোববার (১২ অক্টোবর) আসরের ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে বোলিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আজও দারুন শুরু এনে দেন দুই ওপেনার নাসির হোসেন ও জাহিদ জাভেদ। উদ্বোধনী জুটিতে ৭ ওভারে ৬১ রান যোগ করেন তারা। দারুণ শুরু এনে দিয়ে ২৪ বলে ২৭ রান করে ফেরেন জাভেদ।



সবশেষ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফিফটি তুলে নেওয়া নাসির আজও ছিলেন ফিফটির পথেই। তবে মাত্র ৪ রানের জন্য ফাইনালে ফিফটির দেখা পাননি এই অলরাউন্ডার। ৩১ বলে ৪ চার ও ১ ছক্কার মারে ৪৬ রান করে ফেরন তিনি।

দলের ৮৪ রানে নাসির ফিরে গেলেও বাকি পথটা পাড়ি দিতে কোনো সমস্যা হয়নি অভিজ্ঞ নাঈম ইসলাম ও অধিনায়ক আকবর আলীর। তৃতীয় উইকেটে ৩৪ বলে ৫৪ রানের জুটি গড়ে ১৮ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে নেন দলকে। নাঈম ৩২ বলে ৪০ এবং আকবর আলী ১৫ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন। খুলনার পক্ষে একটি করে উইকেট শিকার করেন শেখ পারভেজ জীবন ও আফিফ হোসেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানেই ৩ উইকেট হারায় খুলনা। টপ অর্ডারে ইমরানুজ্জামান, সৌম্য, এনামুলরা ব্যাট হাতে ব্যর্থ হন। এরপর অধিনায়ক মিঠুনের ৩২ বলে ৪৪ এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর ১৩ বলে ২৪ রানের ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পায় খুলনা। এছাড়া ১৪ রান আসে আফিফের ব্যাট থেকে।

রংপুরে হয়ে ২টি উইকেট শিকার করেন আল মামুন। এছাড়া একটি করে উইকেট নেন নাসুম আহমেদ, ইকবাল হোসেন ইমন, আবু হাসিম, এনামুল হক আনাম ও আলাউদ্দিন বাবু।

সংক্ষিপ্ত স্কোর :

খুলনা: ১৩৬/৮ (২০ ওভার)

রংপুর: ১৩৮/২ (১৭ ওভার)

ফলাফল: রংপুর ৮ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট