জাতীয় ক্রিকেট লিগে (এনসিল) চলছে চতুর্থ রাউন্ডের খেলা। তবে চারদিনের ম্যাচে একদিন আগেই শেষ হয়েছে দুটি ম্যাচ। রাজশাহীতে নাসির হোসেনের লড়াকু ইনিংসে স্বাগতিকদের হারিয়েছে রংপুর। আর বগুড়ায় আবু জায়েদ রাহির দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামকে বিশাল ব্যবধানে হারিয়েছে সিলেট।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক সাব্বির হোসেনের ৮৪ ও রাহিম আহমেদের ৭৭ রানের ইনিংসে ভর করে ২৬৮ রান তুলেছিল রাজশাহী। রংপুরের হয়ে ফাইফার নেন পেসার মুকিদুল ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ আল মামুনের ফিফটি অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২৫৮ তুলে গুটিয়ে যায় রংপুর। রাজশাহীর পক্ষে ৬ উইকেট নেন আব্দুর রহিম।
১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মেহেদি-মুকিদুল-রবিউলদের বোলিং তোপে ১১৯ রানেই গুটিয়ে যায় রাজশাহী। মেহেদি ৪টি এবং মুকিদুল ও রবিউলরা ৩টি করে উইকেট নেন। তাতে ১৩০ রানের লক্ষ্য পায় রংপুর।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫৯ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। এরপর নাসির হোসেন ও অধিনায়ক তানভীর হায়দারের অপরাজিত ৭৩ রানের জুটিতে ৫ উইকেটে হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। নাসির ৬৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন। এছাড়া ৩৪ বলে ২৮ করে অপরাজিত ছিল তানভীর।
এদিকে আরেক ম্যাচে চট্টগ্রামকে ১৪৭ রানে হারিয়েছে সিলেট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২৫৫ রান করে অলআউট হয়ে যায় সিলেট। দলের পক্ষে ফিফটি করেন অধিনায়ক জাকির হাসান ও রেজাউর রহমান রাজা। এরপর ব্যাটিংয়ে নেমে আবু জায়েদ রাহির বোলিং তোপে ১১০ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। বল হাতে ৫ উইকেট নেন রাহি।
১৪৫ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও ২০৭ রান যোগ করে সিলেট। তাতে ৩৫৩ রানের টার্গেট পায় চট্টগ্রাম। রানতাড়ায় নেমে রাহি ও রেজাউরদের বোলিং তোপে ২০৫ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। তাতে ১৪৭ রানে জয় পায় সিলেট। বল হাতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটসহ মোট ৯টি উইকেট নেন রাহি। এছাড়া রেজাউর দুই ইনিংসে মোট ৫ উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/বিটি