আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারত–বাংলাদেশের ক্রিকেটীয় টানাপোড়েন এখন সামনে এসেছে। এই ইস্যুতে এবার প্রকাশ্যে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানালেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা।
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা রমিজ রাজা মনে করছেন, নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, তা সম্পূর্ণ যৌক্তিক। তার মতে, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা যায় না, আর এই জায়গায় বাংলাদেশ সঠিক সিদ্ধান্তই নিয়েছে।
রমিজ রাজা সরাসরি ভারতের আচরণকেও প্রশ্নের মুখে ফেলেন। তার মতে, খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলাই এই বিতর্কের মূল কারণ। রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত না থাকা সত্ত্বেও মুস্তাফিজুর রহমানের মতো একজন আন্তর্জাতিক মানের বোলারকে যেভাবে চাপের মুখে বাদ দেওয়া হয়েছে, তা ক্রিকেটের মৌলিক মূল্যবোধের পরিপন্থী।
ধারাভাষ্য দেওয়ার সময় রমিজ রাজা বলেন, খেলা ও রাজনীতি কখনো একসঙ্গে চলা উচিত নয়। মুস্তাফিজ ব্যক্তিগতভাবে বা পেশাগতভাবে কোনো রাজনৈতিক ইস্যুর অংশ নন, অথচ তাকে কেন্দ্র করেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি ক্রিকেটের স্পিরিটকে আঘাত করেছে।
ভারতের আগের অবস্থান টেনে এনে রমিজ রাজা আরও বলেন, এশিয়া কাপে নিরাপত্তার অজুহাতে ভারত পাকিস্তানে খেলতে যায়নি এবং ভেন্যু পরিবর্তন করেছিল। সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে বর্তমান আচরণ আরও হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, রাজনৈতিক উত্তেজনা ও বিভিন্ন সংগঠনের চাপের প্রেক্ষাপটে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অন্য যেকোনো ক্রিকেটারকে দলে নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটিকে। তারই ধারাবাহিকতায় বিসিসিআইয়ের সেই নির্দেশনা মেনে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
কলকাতার ছেড়ে দেওয়ার পরপরই বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয় তুমুল সমালোচনা। মুস্তাফিজের এই অসম্মান বাংলাদেশের দর্শক, সমর্থকদের কষ্টের কারণ হয়ে উঠে। বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটারই মুস্তাফিজের পক্ষে দাড়ান। এরই মধ্যে বাংলাদেশে আইপিএলের সকল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সরানোর দাবিতে আইসিসিতেও চিঠি পাঠিয়েছে বিসিবি।
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/টিএ
