Connect with us
ক্রিকেট

এক ইনিংসে ৯ উইকেট নিয়ে রাকিবুলের কীর্তি

Rakibul’s feat: takes 9 wickets in a single innings.
সিলেট বিভাগের পক্ষে এক ইনিংসে ৯ উইকেট নিয়েছেন রাকিবুল। ছবি- সংগৃহীত

চলমান জাতীয় কিকেট লিগে (এনসিএল) বল হাতে এক অসাধারণ কীর্তি গড়লেন রাকিবুল হাসান। পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৯ উইকেট নিয়েছেন এই স্পিনার। সবমিলিয়ে এটি ষষ্ঠ কীর্তি।

আজ (সোমবার) এনসিএলের তৃতীয় দিনের খেলায় সিলেট বিভাগের বিপক্ষে ময়মনসিংহের হয়ে এই কীর্তি গড়েন রাকিবুল। ম্যাচটিতে ৫৫.৩ ওভার বোলিং করে ১০ মেডেনসহ ১৬৮ রান দিয়ে ৯ উইকেট নেন এই স্পিনার।

রাকিবুলের আগে এই কীর্তিতে নাম লেখান আরও চার বাংলাদেশি বোলার। প্রথমবার এই কীর্তি গড়েন মোশারফ হোসেন। ২০০৫ সালে বরিশাল বিভাগের হয়ে চট্টগ্রামের বিপক্ষে ৩৬.৪ ওভারে ১০৭ রান দিয়ে ৯ উইকেট নেন তিনি। এরপর ২০১২ সালে এই কীর্তিতে নাম লেখান আব্দুর রাজ্জাক। খুলনা বিভাগের হয়ে বরিশালের বিপক্ষে ৩২.৩ ওভারে ৮৪ রান দিয়ে ৯ উইকেট শিকার করেন এই তারকা।



দুই বছর পরে ফের এই কীর্তিতে নাম লেখান রাজ্জাক। ২০১৪ সালে খুলনার হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩৫.২ ওভারে ৯১ রান দিয়ে ৯ উইকেট নেন এই সাবেক স্পিনার। একই বছর এই কীর্তিতে নাম লেখান সাকলাইন সজিব। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৩১.১ ওভারে ৮৪ রান দিয়ে ৯ উইকেট নেন এই স্পিনার।

পঞ্চমবার এই কীর্তি তৈরি হয় সানজামুল ইসলামের হাত ধরে। ২০১৭ সালে উত্তরাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ২৭.৪ ওভারে ৮০ রান খরচ করে ৯ উইকেট শিকার করেন এই স্পিনার। তার সাড়ে আট বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে এই কীর্তি গড়লেন ২৩ বছর বয়সী রাকিবুল।

এদিকে এনসিএলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আরিফুল ইসলাম ও আবু হায়দার রনির সেঞ্চুরিতে ৪০১ রান সংগ্রহ করে ময়মনসিংহ। জবাবে ব্যাট করতে নেমে সৈকত আলীর দেড়শোর্ধ রানের ইনিংস এবং তোফায়েল আহমেদ ও এবাদত হোসেনের ফিফটিতে ৪৮৯ রান করে সিলেট। জবাবে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান তুলেছে ময়মনসিংহ। তৃতীয় দিন শেষে ৩০ রানে পিছিয়ে দলটি।

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট