Connect with us
ফুটবল

আগামী সাফেই শিরোপা জেতার প্রত্যয় রাকিবের

Bangladesh team and Rakib Hossain
বাংলাদেশ ফুটবল দল ও রাকিব হোসেন। ছবি: সংগৃহীত

২২ বছর পর ফুটবলে ভারতকে হারানোর দিনের অন্যতম নায়ক রাকিব হোসেন। তাঁর করা অ্যাসিস্টেই জয়সূচক গোল করে দেশের কোটি ফুটবল ভক্তকে উচ্ছ্বাসে ভাসান শেখ মোরছালিন।

ক্যারিয়ারজুড়েই অনেকটা নীরবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের হয়ে খেলা ২৭ বছর বয়সি স্ট্রাইকার। ভারতের বিপক্ষে  ঐতিহাসিক জয়ের পর দেশের ক্রিড়াভিত্তিক এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে রাকিব জানিয়েছেন নিজের পরিকল্পনার কথা।

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে অবদান রাখার অনুভূতির কথা জানাতে গিয়ে রাকিব বলেন, ‘ খুব ভালো লাগছে, কারণ ২২ বছর পর ওদের (ভারতকে) হারিয়েছি। তা ছাড়া ওদের সঙ্গে একটা দ্বৈরথ তো আছেই। মুখে হাসি ফোটাতে পেরেছি তাই বেশি ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে যে আমি গোলে অ্যাসিস্ট করছি।’



মোরছালিনের সঙ্গে নিজের রসায়ন নিয়ে রাকিব বলেন, ‘ ওর সঙ্গে আমার অনেক আগে থেকেই ভালো বোঝাপড়া। এক জায়গায় হলে আমরা আমরা মজা করি। ক্লাবে এবং জাতীয় দলে ওর সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো।’

Rakib and Morsalin

কানাডিয়ান লিগে খেলা সোমিত সোমের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানাতে গিয়ে রাকিব বলেন, ‘ সোমিত দা অনেক ভালো মনের মানুষ। উনি অনেক মিশুক, মাঠেও ওর সঙ্গে দারুণ কাটে। তাঁর কাছে বল দিলে নিশ্চিত থাকা যায় সে বলটা রাখবে, নয়ত যত কঠিন পরিস্থিতিই হোক ও বল নিয়ে বের হয়ে যায়।’

রাকিবের গতির জন্য তাকে এশিয়ার অন্যতম সেরা গতিময় উইঙ্গার বলা হয়। এ বিষয়ে তার মন্তব্য, ‘আসলে এটা আমি শুনেছি। এবার আমার কোচও (কাবরেরা) এটা নিয়ে আমাকে বলেছে। ম্যাচের পর সে (কোচ) আমাকে জানায় যে তুমি বল পায়ে আজ ৩৪ কিলোমিটার গতিতে দৌড়েছো, সাবাস।’

হামজা চৌধুরীর মতো একজন তারকা ফুটবলারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা নিয়ে রাকিব বলেন,’ এটা কাল্পনিক। কখনোই ভাবি নাই তাঁর (হামজা) মতো খেলোয়াড় আমরা পাবো এবং তাঁর সঙ্গে আমরা খেলতে পারব। অনেক ভাগ্যবান যে তাঁর সঙ্গে খেলতে পারছি। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে সেই আমাদের বাঁচিয়ে রাখছে। দেখেন ডিফেন্সে সে অনেক সাহায্য করছে। ভারতের একটা নিশ্চিত গোল সে ঠেকিয়ে দিছে। আগের ম্যাচগুলোতে সে গোল করছে। কিন্তু এই ম্যাচে তাঁর মধ্যে জয়ের ক্ষুধা দেখেছি।’

এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা ম্যাচ কোনটি, এমন প্রশ্নের জবাবের রাকিবের উত্তর, ‘ এই যে ভারতের বিপক্ষে ম্যাচ খেললাম এটাই আমার কাছে সবচেয়ে সেরা ম্যাচ। কারণ ওটা একটা ঐতিহাসিক ম্যাচ ছিল। এশিয়ান কাপের বাছাইয়ের এর আগে কিন্তু আমরা ভারতকে হারাতে পারিনি। এই টুর্নামেন্টে ওদেরকে প্রথমবার হারালাম।’

বাংলাদেশ আবার কবে শিরোপা জিতবে এমন প্রশ্নের উত্তরে রাকিব বলেন, ‘ইনশাআল্লাহ্ আগামী সাফেই আমরা শিরোপা জিতব।’

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল