শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে গর্ব ও শ্রদ্ধার ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের দল রাজশাহী ওয়ারিয়র্স। এবার তারা দলীয় জার্সি উৎসর্গ করেছে হাদীর স্মৃতির প্রতি, তবে তা কোনো আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে নয়।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ হাদির স্মরণে জার্সি উন্মোচনের আনুষ্ঠানিকতা এড়িয়ে ২১ ডিসেম্বর ২০২৫ -এ দলটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে প্রকাশ করা হবে শহীদের নামে উৎসর্গকৃত সেই বিশেষ জার্সি। এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেদের অফিশিয়াল পেজে এই তথ্য জানায় রাজশাহী।
এর আগে, বৃহস্পতিবার রাতে হাদীর মৃত্যুর খবরে শোক প্রকাশ করে রাজশাহী ওয়ারিয়র্স। এক ফেসবুক পোস্টে দলটি লেখে: “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ শরিফ ওসমান হাদীর ইন্তেকালে রাজশাহী ওয়ারিয়ার্স পরিবার গভীর শোক প্রকাশ করছে। শরিফ ওসমান হাদী ছিলেন সাহস, আদর্শ ও দৃঢ়তার এক অনন্য প্রতীক। তাঁর কর্ম, চিন্তা ও অবস্থান বহু মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুম’আর নামাজ আদায় শেষে রাজধানীর পল্টন এলাকার বিজয়নগরে এক আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি।
ঘটনার পর সাথে সাথে হাদিকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে জরুরী চিকিৎসা সম্পন্ন করে তাকে এভারকেয়ারে পাঠানো হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেন। সেখান থেকে গতকাল উন্নত চিকিৎসার জন্য তাকে সিংগাপুরে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার হাদি মারা যায়। তার মৃত্যুতে সারা দেশেই শোকের ছায়া নেমে আসে। ক্রীড়াবিদ থেকে শুরু করে সকল স্তরের মানুষই তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর লড়াইয়ে তিনি আর পেরে উঠেননি।
তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনও শোক প্রকাশ করেছে। এবার তার স্মরণে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী ওয়ারিয়র্সের এই মানবিক উদ্যোগ শুধু একটি ক্রীড়াসংগঠনের শ্রদ্ধা নিবেদন নয়, বরং তা শহীদ হাদীর আদর্শকে স্মরণে রাখার এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/টিএ
