Connect with us
ফুটবল

নারী ফুটবল লিগ-২০২৬

বিপিএলের পর আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রাজশাহী

Rajshahi
বিপিএল শিরোপা জয় করেছিল রাজশাহী। ফুটবলেও সেদিকে এগোচ্ছে বিভাগীয় দলটি।

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের শিরোপা এবার ঘরে তুলেছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রায় ৬ বছর পর আবারও শিরোপা জয়ের স্বাদ পেল দলটি। এদিকে ক্রিকেটের এই সাফল্যের পর ফুটবলেও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বিভাগীয় দলটি।

নারী ফুটবল লিগে একই মালিকের দল রাজশাহী স্টার্সও জয়রথ চালিয়ে যাচ্ছে। তারাও নারী ফুটবল লিগের শিরোপা জয়ের পথে এগিয়ে গেছে অনেকটাই। গতকাল ঋতুপর্ণা চাকমারা প্রধান প্রতিপক্ষ ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়েছে।

Rituporna

সাত ম্যাচের সবগুলোই জিতেছে রাজশাহী স্টার্স।

শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আলপি আক্তার জয়সূচক গোলটি করে অভিষেকেই রাজশাহীকে শিরোপা স্বপ্ন দেখাতে শুরু করেছেন।



চলতি লিগে দারুণ ফর্মে আছেন আলপি। ইতিমধ্যে করে ফেলেছেন ২০ গোল। তবে সেরার তালিকায় তার ওপরে থাকা শামসুন্নাহার জুনিয়র (২২ গোল) আসল সময়ে জ্বলতে পারেননি। তাই প্রথম হারের তেতো স্বাদ পেতে হয়েছে তার দল ফরাশগঞ্জকে।

সাত ম্যাচে শতভাগ জয়ে ২১ পয়েন্ট রাজশাহীর। সমান খেলায় ৬ জয় এবং এক পরাজয়ে ১৮ পয়েন্টে টেবিলের তিনে ফরাশগঞ্জ। এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব।

Rajshahi

দুদনি আগে বিপিএলের শিরোপা নিয়ে উল্লাসে মাতে রাজশাহী ওয়ারিয়র্স।

লিগের বাকি আরও তিন রাউন্ড। রাজশাহীর প্রতিপক্ষ তিন দলের মধ্যে দু’দলই দুর্বল সিরাজ স্মৃতি ও সদ্যপুস্করণী। তবে শেষ ম্যাচটা তাদের খেলতে হবে আর্মির সঙ্গে। যাদেরকে ১-০ গোলে হারাতে বেগ পেতে হয়েছিল ফরাশগঞ্জের।

আগামী ২ ফেব্রুয়ারি সে ম্যাচে কোনো অঘটন না ঘটলে শিরোপা যাবে রাজশাহীর ঘরে। তাতে শিরোপা ডাবলস জেতা হয়ে যাবে রাজশাহীর। ফরাশগঞ্জেরও তিন ম্যাচ বাকি। তবে তিনটিতে জিতলেও হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে রাজশাহী-আর্মি ম্যাচে দিকে। রাজশাহীর ভবিষ্যতের সঙ্গে তাই নির্ভর করছে ফরাশগঞ্জেরও শিরোপা স্বপ্ন।

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৬/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল