সিলেটের আশাকে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল রাজশাহী। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীর দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান করতে সক্ষম হয় সিলেট টাইটান্স। শেষ পর্যন্ত বিনুরার দুর্দান্ত বোলিংয়ে মিরাজদের হারিয়ে ১২ রানের জয় পায় শান্ত-মুশফিকদের রাজশাহী।
লক্ষ্য তাড়ায় শুরুতে লড়াইয়ে ছিল সিলেট। ওপেনিং-এ জাকির হাসান দ্রুত আউট হলেও অন্যপ্রান্ত আগলে রাখেন ইমন। ইমন ৩৪ বলে ৪৮ করে আউট হলে কিছুটা চাপে পড়ে সিলেট। তবে ম্যাচের মোড় ঘুরে যায় মূলত মাঝের ওভারগুলোতে। সেট থাকা স্যাম বিলিংসকে ফিরিয়ে দিয়ে রাজশাহীকে ম্যাচে ফেরান আবদুল গাফফার সাকলাইন। ২৮ বলে ৩৭ রান করা বিলিংস আউট হওয়ার পরই চাপে পড়ে যায় সিলেটের ব্যাটিং লাইনআপ।
এরপর টানা দুই ওভারে ফেরেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। দ্রুত উইকেট হারানোয় প্রয়োজনীয় রান তোলার চাপ আরও বেড়ে যায়। আফিফ ১২ বলে ২১ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। মিরাজের ব্যাট থেকেও আসে মাত্র ৯ রান, খেলেন ১৩ বল।
শেষ দিকে একমাত্র প্রতিরোধ গড়েন ক্রিস ওকস। তবে প্রয়োজনীয় রান তুলতে পারেননি। শেষ দুই ওভারে সিলেটের দরকার ছিল ২৯ রান। ১৯তম ওভারে সাকলাইনের আঁটসাঁট বোলিংয়ে আসে মাত্র ৫ রান। শেষ ওভারে বিনুরা ফার্নান্দোর একের পর এক স্লোয়ারেও ১১ রানের বেশি তুলতে পারেনি সিলেট।
শেষ পর্যন্ত ১২ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচসেরা হন বিনুরা ফার্নান্দো।
বোলিংয়েও রাজশাহীর নায়ক বিনুরা ফার্নান্দো। ১৯ রান খরচায় নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া মোহাম্মদ রুবেল, আবদুল গাফফার সাকলাইন ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।
এই জয়ের মধ্য দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল রাজশাহী। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৬/টিএ
