টান টান উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল রাজশাহী বনাম রংপুরের ম্যাচে। রাজশাহীর বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুপার ওভারে ম্যাচ গড়ায়। সুপারে ৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয় পায় রাজশাহী। ফলে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো রাজশাহী।
এর আগে রাজশাহীর দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রানেই ম্যাচ থামে রংপুরের। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। রংপুরের হয়ে সুপার ওভারে ব্যাট করতে নামে তাওহীদ হৃদয় ও কাইল মায়ার্স। তিন নাম্বার ব্যাটসম্যান হিসেবে নামে খুশদিল শাহ। ৬ বলে তারা ৬ রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নামে রাজশাহীর দুই ওপেনার তামিম ও ফারহান। এক ৪ ও ৬ মেরে জয় নিশ্চিত করেন তামিম।
এর আগে ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মালান ও হৃদয়ের ফিফটিতেও জয়ের দেখা পায়নি রংপুর। মালান শেষ পর্যন্ত থাকলেও জয় পায়নি। ম্যাচ শেষ হয় ড্র-তে। রাজশাহীর হয়ে এস এম মেহেরব ও রিপন দুইটি করে উইকেট নেন।
এদিকে সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৯ রান। ইনিংসের শুরুটা ভালো হয়নি দলটির, তবে মাঝের দিকে শান্ত–ফারহানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা।
আসরের শুরু থেকেই ছন্দহীন তানজিদ তামিম এবারও ব্যর্থ হয়েছেন। রংপুরের বিপক্ষে ম্যাচেও রান না পাওয়া এই ওপেনার ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন। ৬ বলে মাত্র ২ রান করে ফিরে যান তিনি। তাতে ১২ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় রাজশাহী।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ফারহান হক দলকে সামলানোর চেষ্টা করেন। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে রাজশাহীকে লড়াইয়ে ফেরান। তবে সেট বড় করতে পারেননি শান্ত। ৩০ বলে ৪১ রান করে রানআউটে কাটা পড়েন তিনি।
অন্য প্রান্তে ফারহান নিজের ইনিংস ধরে রাখেন। ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন এই ব্যাটার। তবে অর্ধশতক করার পর বেশি দূর যেতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৬৫ রান করে আউট হন তিনি।
শান্ত ও ফারহান ছাড়া বাকি ব্যাটারদের কাছ থেকে তেমন কোনো অবদান আসেনি। মুশফিকুর রহিম ও ইয়াসির আলীসহ মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়া হয়নি। শক্ত ভিত গড়ার পরও শেষ দিকে গতি বাড়াতে না পারায় রাজশাহী থামে ১৫৯ রানে।
রংপুরের হয়ে সফল বোলার ছিলেন আলিস আল ইসলাম। ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এছাড়া ফাহিম আশরাফ ৩ উইকেট, মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট পান।
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/টিএ
