
জয় দিয়ে ২০২৫ আইপিএল আসর শেষ করল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার (২০ মে) এবারে আসরে নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এতে ১৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে থেকে টুর্নামেন্ট শেষ করল সঞ্জু স্যামসনের দল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে খেলতে নেমে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।
এদিন রানতাড়ায় নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন বিধ্বংসী ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে বেশিক্ষণ খেলতে পারেননি তিনি। দলীয় ৩৭ রানেই ফিরে যান এই ওপেনার। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৬ রান। এরপর বৈভব সূর্যবংশী ও সঞ্জু স্যামসনের ব্যাটে এগোতে থাকে রাজস্থান।
দ্বিতীয় উইকেট জুটিতে ৫৯ বলে ৯৮ রান যোগ করেন তারা। দলীয় ১৩৫ রানের মাথায় স্যামসন ফিরে গেলে ভেঙ্গে যায় এই দুর্দান্ত জুটি। ৩১ বলে ৪১ রান করে ফেরেন রাজস্থান দলপতি। এর কিছুক্ষণ পরেই ফিরে যান সূর্যবংশীও। এই তরুণের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৫৭ রান।
আরও পড়ুন :
» বাফুফে থেকে বড় সুখবর পেলেন জাতীয় দলের ফুটবলার
» পিএসএলে সাকিবের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মিরাজ
শেষদিকে ধ্রুব জুরেলের ১২ বলে ৩১ এবং শিমরন হেটমায়ারের ৫ বলে ১২ রানের ক্যামিওতে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান। চেন্নাইয়ের হয়ে অশ্বিন ২টি এবং আনশুল কম্বোজ ও নুর আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। দলীয় ১২ রানেই দুই উইকেট হারায় তারা। ওপেনার ডেভন কনওয়ে ১০ রান করে ফেরেন এবং তিনে নামা উরভিল প্যাটেল রানের খাতা খুলতে ব্যর্থ হন। এরপর রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বিপত্তি সামাল দেওয়ার চেষ্টা করেন আয়ুশ মাহাত্রে। তৃতীয় উইকেট ২৪ বলে ৫৬ রান যোগ করেন তারা।
পাওয়ার-প্লের শেষদিকে ফিরে যান মাহাত্রে। ২০ বলে ৪৩ রান করেন এই ওপেনার। তবে এরপরই বাধে বিপত্তি। পরবর্তী ১০ রানের মধ্যে আরও দুইটি উইকেট হারায় চেন্নাই। একে একে ফিরে যান অশ্বিন (১৩) ও রবীন্দ্র জাদেজা (১)।
দলীয় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে চেন্নাই। এরপর ম্যাচের হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবে। ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৫৯ রান যোগ করেন তারা। ব্রেভিস ২৫ বলে ৪২ রান করে ফিরে যাওয়ার অর দুবে ও ধোনির ৪৩ রানের জুটিতে ভর করে শেষ পর্যন্ত ১৮৭ রানের পুঁজি পায় চেন্নাই।
রাজস্থানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন যুদবীর সিং ও আকাশ মধওয়াল। এছাড়া একটি করে উইকেট নিয়েছে তুষার দেশপান্ডে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সংক্ষিপ্ত স্কোর :
চেন্নাই সুপার কিংস: ১৮৭/৮ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস: ১৮৮/৪ (১৭.১ ওভার)
ফলাফল: রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/২০মে২৫/বিটি
