
পারলেন না সিকান্দার রাজা, পারলো না জিম্বাবুয়ে। শেষ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান, আর রাজার সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ৮ রান। তবে শেষ ওভারের প্রথম তিন বলে রাজাসহ তিন উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে নাটকীয় জয়ে এনে দিলেন পেসার দিলশান মাদুশঙ্কা।
শুক্রবার (২৯ আগস্ট) হারারেতে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। শেষ ওভারের ১০ রান ডিফেন্ড করতে এসে হ্যাটট্রিকসহ মাত্র ২ রান দিয়ে সফরকারীদের জয়ের নায়ক মাদুশঙ্কা।
হারারে স্পোর্টস ক্লাবে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক জিম্বাবুয়ে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুটি উইকেট হারায় জিম্বাবুয়ে। কোন রান না করেই ফিরে যান ওপেনার ব্রায়ান বেনেট ও দীর্ঘ চার বছর ওয়ানডেতে ফেরা ব্রেন্ডন টেলর। তবে আরেক ওপেনার বেন কারেন ও শন উইলিয়ামসের জুটিতে বিপত্তি সামাল দেয় জিম্বাবুয়ে। এই উইকেট জুটিতে ১১৮ রান তুলে নেয় তারা।
দলীয় ১১৮ রানের মাথায় ফেরেন উইলিয়ামস। ৫৪ বলে ৫৭ রান করেন জিম্বাবুয়ে দলপতি। পরবর্তীতে বেন কারানও ফিরে যান ৯০ বলে ৭০ রানের ইনিংস খেলে। বিপত্তি সামাল দিতে এসে ব্যর্থ হন ওয়েসলি মাধেভেরেও। ৮ রান করে ফেরেন তিনি। ১৬১ রানে পঞ্চম উইকেট পতনের পর টনি মুনইয়ঙ্গাকে নিয়ে ম্যাচের হাল ধরেন রাজা। এই জুটিতেই ৪৯ ওভার পর্যন্ত খেলে ১২৮ রান যোগ করেছিল তারা। তবে শেষ ওভারের প্রথম বলে রাজা ফিরে গেলেই জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয় স্বাগতিকদের।
অল্পের জন্য সেঞ্চুরি মিস করা রাজা ৮৭ বলে ৯২ রানের ইনিংস খেলেন। আর টনি মুনইয়ঙ্গা ৫২ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার হয়ে মাদুশঙ্কা ৪টি এবং আভিস্কা ফার্নান্দো ৩টি উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন ওপেনার পাথুম নিসাঙ্কা। এছাড়া জানিথ লিয়ানানাগে ৭০ এবং কামিন্দু মেন্ডিস ৫৭ রানের ইনিংস খেলেন। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগাভারা ২টি উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৫/বিটি
