
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাটকীয়তা। গতকাল দুপুরে চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের প্রার্থী তালিকা। নির্বাচন কমিশনের তালিকা প্রকাশের আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বেশ কয়েকজন আলোচিত প্রার্থী।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর রফিকুল ইসলাম বাবু আজ (বৃহস্পতিবার) বিসিবিতে এসেছিলেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে রফিকুল ইসলাম বলেন, ‘এখন যে ভোটের তারিখ আছে সেটাকে নিয়ম-নীতির মধ্য দিয়ে পিছিয়ে বিষয়টার সমাধান করা যেতে পারে। রিশিডিউল (পুনঃসূচি) করলে যারা যোগ্য আছেন কিন্তু বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা এখানে আসতে পারবেন। তারা কাউন্সিলরশিপ বা মনোনয়ন দাখিলের একটা সুযোগ পাবেন।’
পুনঃসূচির পাশাপাশি নির্বাচনের আগপর্যন্ত অ্যাডহক কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন রফিকুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি না এটা সম্ভব কি না, তবে অ্যাডহক কমিটি করেও কিছুদিন চালানো যেতে পারে। ক্রিকেটের স্বার্থে সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য সেটা আমরা করতে পারি। এই দাবিগুলোই আমরা আমাদের অভিভাবক ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। তিনি একটি যথাযথ সিদ্ধান্ত নেবেন, যার মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে।’
গতকাল বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। শেষদিনে সকালেই বিসিবিতে হাজির হয়ে তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। শেষ পর্যন্ত আরো ১৪ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন।
সরে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন আলোচিত হেভিওয়েট প্রার্থীও ছিলেন। এখন পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন :
তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, সাঈদ ইব্রাহিম আহমেদ, মির হেলাল, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, ইসরাফিল খসরু, সাব্বির আহমেদ রুবেল, তৌহিদ তারেক, আসিফ রব্বানী, সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, ইয়াসির আব্বাস, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম সপু, ও ওমর শরীফ মোহাম্মদ ইমরান।
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/এআই
